Ajker Patrika

এক যুগেও এক কোদাল মাটি পড়েনি যে সড়কে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
এক যুগেও এক কোদাল মাটি পড়েনি যে সড়কে

এক যুগেও মেরামত করা হয়নি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর উচ্চবিদ্যালয় থেকে চৌমুহনী (চাটুলি ব্রিজ) পর্যন্ত ৮০০ মিটারের সড়কটি। বর্তমানে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়।

এলজিআরডি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানী ইউনিয়নের সাহারপাড় সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী উপজেলার মুরাদনগরে গিয়ে শেষ হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সূর্যপুর উচ্চবিদ্যালয়, মাদ্রাসা-মসজিদ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠানে এ সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু ১২ বছরেও সড়কটির সংস্কার করা হয়নি।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, এ সড়কে প্রতিদিন প্রায় ১০ গ্রামের মানুষ চলাচল করেন। কিন্তু ১২ বছরেও সড়কটি সংস্কার করা হয়নি।

ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন বলেন, সূর্যপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বহু কষ্টে হেঁটে স্কুলে যাওয়া-আসা করে। ১২ বছরেরও কেউ এ সড়কে কেউ এক কোদাল মাটিও ফেলেনি।

উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ওয়াদুধ বলেন, ৮০০ মিটারের সড়কটি মেরামতের জন্য ৪১ লাখ ৪১ হাজার ১৪৩ টাকার বরাদ্দের আবেদন করা হয়েছে। আগামী ২০-২১ তারিখ ঢাকা থেকে গ্রামীণ সড়ক মেরামত অনুমোদন টিম পরিদর্শনে আসবেন। বরাদ্দ পেলে দ্রুত সড়কটির মেরামতের কাজ শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত