Ajker Patrika

দিনে ভর্তি হচ্ছে গড়ে ৮০ জন রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১১: ২৫
দিনে ভর্তি হচ্ছে গড়ে ৮০ জন রোগী

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে তিনজনের মৃত্যু হলো। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট ১৬৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। জুনের ৩০ দিনে ৭৩৭ জন, জুলাই মাসের ৩১ দিনে ২ হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের চার দিনে ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯১ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৭ জন ও বাইরে ২৪ জন। আগের দিন মোট ভর্তি হয়েছিল ৭৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং বাইরে ১৮ জন।

গতকাল দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় ৩৪৮ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৬৩ জন এবং বাইরে ৮৫ জন চিকিৎসা নেয়। আগের দিন চিকিৎসা নেয় ৩৩৩ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিল ২৫৮ জন এবং বাইরে ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের চার দিনে তিনজনের মৃত্যু হলো। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ভর্তি হয় ২ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ২ হাজার ৬১৯ জন। ঢাকায় ভর্তি ২ হাজার ৪৮৭ জনের মধ্যে ছাড়পত্র নিয়েছে ২ হাজার ২২০ জন। ঢাকার বাইরে মোট ভর্তি হয় ৪৯৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছে ৩৯৯ জন। চলতি বছর গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। তাদের মধ্যে জুলাইয়ে মারা যায় ৯ জন, জুনে একজন এবং চলতি মাসে তিনজন।

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। চার দিন ধরে দিনে গড়ে ৮০ জন রোগী শনাক্ত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, চলতি মাস ও আগামী সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত