Ajker Patrika

জব্দ ১০০ মণ জাটকা বিতরণ নিয়ে প্রশ্ন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ১০
জব্দ ১০০ মণ জাটকা বিতরণ নিয়ে প্রশ্ন

বরিশালে গত মঙ্গলবার রাতে ১০০ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। এ সময়ে দুজনকে আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাটকা বিতরণকালে চরম হট্টগোল বাধে। এ নিয়ে নানা প্রশ্নও দেখা দিয়েছে।

বরিশাল সদর নৌ-থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরুল আমীন সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার রাত ১২টার পরে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের ভোলার রাস্তার মুখে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ১০০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জব্দকৃত মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এদিকে জাটকা জব্দের এ ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা বাসিন্দা হাসান সিকদার ও গলাচিপা উপজেলার বাসিন্দা নান্নু মৃধাকে আটক করা হয়েছে।

তবে বুধবার বেলা ১১টায় জাটকা বিতরণকালে হট্টগোল বাধে। ইলিশ বিতরণের খবর পেয়ে আমানতগঞ্জ, পলাশপুর, রসুলপুর, কেডিসি, ভাটারখালের কয়েক শ মানুষ ব্যাগ নিয়ে ভিড় করে থানার গেটে। একপর্যায়ে জাটকা প্রত্যাশী অনেকের ওপর লাঠিপেটা করে পুলিশ সদস্যেরা। মাছ নিতে আসা আমানতগঞ্জের একাধিক ব্যক্তি বলেন, পুলিশ অনেককে পিটিয়ে আহত করেছে। এ সময় অনেককে দেখা গেছে, ব্যাগ ভর্তি জাটকা নিয়ে যেতে।

তবে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন দাবি করেছেন, জব্দকৃত জাটকা অসহায়দের মধ্যে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত জানান, তারা এ বিষয়টা জানেনই না। নিয়ম অনুযায়ী জাটকা জব্দ করতে হলে টাস্কফোর্স কমিটিকে অবহিত করতে হবে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আরও বলেন, ওই কমিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নেবে। কমিটির সভাপতি জেলা প্রশাসক। যদি এমন নিয়ন না মানা হয়, তাহলে নৌ পুলিশ কীভাবে জাটকা বিতরণ করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত