Ajker Patrika

‘ওদের বাবার শুধু একটা হাতই দেখাতে পেরেছি’

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২: ২৮
Thumbnail image

‘জাহাজ দুর্ঘটনার খবর শুনে কর্ণফুলীতে ছুটে আসি। জহিরুল ইসলামের দেহটা একদম গলে গেছে। ছোট্ট তিনটি বাচ্চাকে তাদের বাবার চেহারাটাও দেখতে পেল না।

হাসপাতালে নিয়ে শুধু ওদের বাবার একটা হাতই দেখিয়েছি। ছোট মেয়েটা জিজ্ঞেস করেছিল, তার আব্বুর হাতে কী হয়েছে। উত্তর দিতে পারলাম না। বোনের তিন মাস বয়সে আমরা বাবাকে হারিয়ে ফেলি। এখন তাঁর স্বামীটাও অকালে মারা গেল। ছোট তিনটা বাচ্চা নিয়ে কীভাবে চলবে, তা কোনোমতেই বুঝতে পারছি না।’

কথাগুলো চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় মারা যাওয়া প্রকৌশলী জহিরুল ইসলামের (৩৮) শ্যালক মুহাম্মদ হানিফ।

গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। এতে মারা যান প্রকৌশলী জহিরুল ইসলামসহ ক্যাপ্টেন, প্রধান কর্মকর্তা, মাস্টার ও ডক কর্মচারীসহ সাতজন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও এক নাবিক।

জহিরুল ইসলাম পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে তিনিই ছিলেন। তিন মাস আগে জাহাজটিতে চাকরি হয়েছিল তাঁর। সেখান থেকে যে বেতন পেতেন, তা দিয়েই স্ত্রী ও তিন শিশু সন্তানের সংসার চলত জহিরুলের। কিন্তু এখন তিনি শুধুই স্মৃতি। জহিরুলকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও স্বজনেরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার জহিরুলের বাসায় গিয়ে দেখা যায়, বাবাকে হারিয়ে নির্বাক হয়ে আছে জহিরুলের তিন শিশুসন্তান। বড় মেয়ে মোছাম্মৎ মুনতাহা একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। আরেক সন্তান মোছাম্মৎ মুনতাসিন পড়ে দ্বিতীয় শ্রেণিতে। ছোট মেয়ে মোছাম্মৎ মুনফির বয়স ১ বছর ৭ মাস।

শোকের দিশেহারা পরিবারটিতে দেখা যায়, বাবাকে হারিয়ে বড় মেয়ে মুনতাহা তার ছোট ভাই-বোনকে কোলে নিয়ে বসে আছে। তাঁদের মুখে কোনো কথা নেই। পাশের কক্ষে বাকরুদ্ধ হয়ে বসে আছেন মা ফেরদৌস বেগম।

জহিরুলের সহকর্মীরা জানান, যখন জাহাজটি ডুবে যাচ্ছিল, তখন ইঞ্জিন কক্ষে ছিলেন জহিরুল। সেখানে তেল ও ভারী কিছুর আঘাতে হাতে আঘাত পান তিনি। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার নিজ গ্রামে নিয়ে যান স্বজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত