Ajker Patrika

দেশীয় পণ্যে ভর করে এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ৩৮
দেশীয় পণ্যে ভর করে এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা

কাগজের তৈরি কলম, সুপারিগাছের খোল থেকে তৈরি প্লেট, খেজুরপাতা থেকে তৈরি বাটি কিংবা কলাগাছের আঁশ থেকে তৈরি গ্লাস। অনেকের কাছে এগুলো শৈশবের খেলার সরঞ্জাম মনে হলেও সৌগাত আর রউনক নামের দুই বোনের কাছে তা স্বপ্ন। কারণ, এই দুই নারী উদ্যোক্তা নিজ উদ্যোগে পরিবেশবান্ধব এসব ব্যবহার্য পণ্য তৈরি করেছেন, যা ব্যবহৃত হবে প্লাস্টিকের তৈরি বাটি, প্লেট বা গ্লাসের পরিবর্তে।

সৌগাত-রউনকের মতো অনেক নারী উদ্যোক্তার তৈরি এ ধরনের অভিনব সব সরঞ্জাম নবম জাতীয় এসএমই পণ্যমেলায় দর্শনার্থী আর ক্রেতাদের নজর কাড়ছে সহজেই। ফলে দেশীয় পণ্য ব্যবহারেও আগ্রহী হয়ে উঠছেন তাঁরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩১৪টি স্টল নিয়ে ৫ ডিসেম্বর শুরু হয়েছে এবারের এসএমই মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বড় বোন সৌগাত নাজবিন খান কাজ করছেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্কের একজন শুভেচ্ছাদূত হিসেবে। কর্মসূত্রে তিনি তরুণদের নিয়ে কাজ করেন। পরিবেশবান্ধব দৈনন্দিন ব্যবহার্য পণ্য তৈরির ভাবনা থেকেই ২০২০ সাল থেকে এ নিয়ে কাজ শুরু করেন সৌগাত। বললেন, ‘আমরা প্রতিদিন নানান কাজে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি। এগুলো পরিবেশের অনেক ক্ষতি করে। তাই আমি এমন কিছু তৈরি করতে চেয়েছি, যা প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হবে এবং পরিবেশেরও ক্ষতি করবে না।’

পরিবার ও কারিগরদের সাহায্যে এই পণ্যগুলো নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করতে চান সৌগাত ও তাঁর ছোট বোন রউনক।

রিকশা প্রিন্ট নিয়ে কাজ করছেন রাইসা মানিজা আক্তার নামের আরেক উদ্যোক্তা। এসএমই মেলায় তাঁর স্টলে নজর কাড়ছে রিকশা প্রিন্ট দিয়ে রং করা কাচের বোতল, কাপ, হারিকেন, কেটলি, বাঁশ, মাটির পাত্র। রাইসা জানালেন, ছবি আঁকার প্রতি ভালোবাসা থেকে রিকশা প্রিন্ট নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

রাইসার দোকান থেকে রিকশা প্রিন্ট করা একটি হারিকেন কিনেছেন রুকাইয়া সাহদাত। তিনি বললেন, ভিন্নধর্মী জিনিস আমি অনেক পছন্দ করি। অনেক দিন পর হারিকেন দেখছি। এর ব্যবহার এখন নেই বললেই চলে।

হাঁটতে পারেন না জান্নাতুল ফেরদৌস মহুয়া। কথা বলতেও কিছুটা সমস্যা হয়। এরপরেও তিনি নিজের বুটিক পেজ চালান ৩৫ জন কর্মী নিয়ে। কাজ করেন সুতার কাজের শাল, থ্রিপিস, শাড়ি নিয়ে। মহুয়া জানালেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো দিন তাঁর স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতে নিজের ব্যবসা আরও প্রসারের স্বপ্ন দেখেন মহুয়া।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এসএমই মেলা প্রচারের অনেক বড় জায়গা জানিয়ে চামড়াপণ্য নিয়ে কাজ করা কানিজ ফাতেমা বললেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের কিছু অর্থনৈতিক সাহায্যের দরকার হয়। ব্যাংকগুলো আমাদের লোন দিচ্ছে, কিন্তু এর প্রক্রিয়া অনেক জটিল। এই দিকটা আরেকটু সহজ হলে আমাদের কাজের সুবিধা হতো।’

এসএমই মেলার জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম জানান, মেলায় অংশগ্রহণকারী ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সেতুবন্ধ বাড়ানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত