নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের পাশে বাঁশের হাট বসায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে সড়কের পাশে যত্রতত্র বাঁশ কেনা বেচা হচ্ছে।
অনেক সময় সড়কের ওপর দিয়ে বাঁশ টানা হিঁচড়া করা হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রতিদিনই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। যে কেন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে বাঁশ টানাটানি করছে। প্রতি সপ্তাহের রোববার ও সোমবার এখানে হাট বসলেও বাঁশের হাট থাকে প্রতিদিন।
পাশের বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বাঁশের হাট বসায় তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকা দিয়ে চলাচল করছে।
এই সড়কের অটো চালক শহিদুল ইসলাম বলেন, সড়কের ওপর দিয়ে যে ভাবে বাঁশ টানাটানি করে এতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অটো বাইক চালাচ্ছি।
ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, বিশ্বরোড দিয়ে দুর পাল্লার গাড়ি দ্রুত গতিতে চলে। পাশে বাঁশের হাট বসায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পার্শ্ববর্তী বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশ দিয়ে আমরা স্কুলে আসা যাওয়া করি। সড়কের পাশে বাঁশের হাট বসায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কের পাশ দিয়ে বিদ্যালয় আসা যাওয়া করতে হয়।
ঝাটুরদিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, ‘বাজারের জায়গা সংকট থাকায় সড়কের পাশে বাঁশ কেনা বেচা হচ্ছে। দ্রুত সরিয়ে ফেলা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ‘মহাসড়কের পাশে বাঁশের হাট বসে অভিযোগ পেয়েছি। বাজারের পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত মহাসড়ক পরিষ্কার করার জন্য। এরপর ও কেউ সড়কের পাশে বাজার বসালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের পাশে বাঁশের হাট বসায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে সড়কের পাশে যত্রতত্র বাঁশ কেনা বেচা হচ্ছে।
অনেক সময় সড়কের ওপর দিয়ে বাঁশ টানা হিঁচড়া করা হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রতিদিনই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। যে কেন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে বাঁশ টানাটানি করছে। প্রতি সপ্তাহের রোববার ও সোমবার এখানে হাট বসলেও বাঁশের হাট থাকে প্রতিদিন।
পাশের বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বাঁশের হাট বসায় তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকা দিয়ে চলাচল করছে।
এই সড়কের অটো চালক শহিদুল ইসলাম বলেন, সড়কের ওপর দিয়ে যে ভাবে বাঁশ টানাটানি করে এতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অটো বাইক চালাচ্ছি।
ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, বিশ্বরোড দিয়ে দুর পাল্লার গাড়ি দ্রুত গতিতে চলে। পাশে বাঁশের হাট বসায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পার্শ্ববর্তী বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশ দিয়ে আমরা স্কুলে আসা যাওয়া করি। সড়কের পাশে বাঁশের হাট বসায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কের পাশ দিয়ে বিদ্যালয় আসা যাওয়া করতে হয়।
ঝাটুরদিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, ‘বাজারের জায়গা সংকট থাকায় সড়কের পাশে বাঁশ কেনা বেচা হচ্ছে। দ্রুত সরিয়ে ফেলা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ‘মহাসড়কের পাশে বাঁশের হাট বসে অভিযোগ পেয়েছি। বাজারের পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত মহাসড়ক পরিষ্কার করার জন্য। এরপর ও কেউ সড়কের পাশে বাজার বসালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪