Ajker Patrika

আরও দুই সিজন ‘দৌড়’-এ থাকবেন মোশাররফ

আপডেট : ২৭ মে ২০২২, ১০: ৩৩
আরও দুই সিজন ‘দৌড়’-এ থাকবেন মোশাররফ

গত বছর ‘মহানগর’, আর এ বছর ‘দৌড়’—দুই বছরে দুই সিরিজ দিয়ে দর্শকদের মাত করেছেন মোশাররফ করিম। এ মাসের শুরুর দিকে হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘দৌড়’। বানিয়েছেন রায়হান খান।

এ সিরিজে মোশাররফ অভিনয় করেছেন রুহুল আমিন নামের এক নব্য ধনীর চরিত্রে। অবৈধ উপায়ে প্রচুর বিত্তের মালিক হয়েছে রুহুল। একদিন তার দামি গাড়িটা চুরি হয়। তারপর থেকেই বিভিন্ন সন্দেহের জেরে রুহুলের পিছু নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিরিজের ১০ পর্বজুড়ে চলতে থাকে এই ইঁদুরদৌড় খেলা!

সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেছিলেন, ‘এই গল্পটা রায়হান খান যখন শোনালেন, ভীষণ ভালো লেগেছিল। চরিত্রটির এত চড়াই-উতরাই, এত মুহুর্মুহু পরিবর্তন আমার কাছে চ্যালেঞ্জিংই মনে হয়েছে। খুব হিসাব করে অভিনয় করার মতো চরিত্র। যে কাজটা করতে গিয়ে মনে হবে কিছু অ্যাচিভ করলাম। এ ধরনের কাজ আমার বরাবরই ভালো লাগে। একটা তৃপ্তি পাওয়া যায়।’

হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনে ‘দৌড়’ আমাদের প্ল্যাটফর্মের আগের সব স্ট্রিমিংরেকর্ড ভেঙে দিয়েছে। সিরিজটির শেষ দৃশ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ‘দৌড়’-এর আরও সিজন আনার পরিকল্পনা আছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের।

এ সিরিজে সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন রাফায়েল আহসান। তিনি জানিয়েছেন, একটি নয়, ‘দৌড়’ আরও দুটি সিজন আনার পরিকল্পনা করছেন তাঁরা। রাফায়েল বলেন, ‘মোট তিনটি সিজনে শেষ হবে দৌড়ের গল্প।’

‘দৌড়’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, তারিক আনাম খান, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, শেখ উজ্জল হোসেন প্রমুখ। জানা গেছে, আগামী সিজনগুলোতেও সিরিজটির মুখ্য চরিত্রে থাকবেন মোশাররফ করিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত