ড. এ এন এম মাসউদুর রহমান
সালাম ইসলামের একটি নিদর্শন। সালাম অর্থ পরস্পরের কল্যাণ কামনা করা, অভিবাদন জানানো। সালাম দেওয়া সুন্নত এবং উত্তর দেওয়া ওয়াজিব। সালামদাতা সংক্ষেপে বলবে ‘আস্সালামু আলাইকুম’ এবং উত্তরদাতা বলবে ‘ওয়া আলাইকুমুস সালাম’। মূলত সালামের প্রচলন আদম (আ.)-এর মাধ্যমে জান্নাতেই শুরু হয়। আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টির পর তাঁর সামনে বসা ফেরেস্তাদের ‘আস্সালামু আলাইকুম’ বলে সালাম দিতে বলেন এবং তাঁরা ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ বলে উত্তর দেন। পরে এটিই সালাম ও অভিবাদন হিসেবে গৃহীত হয়। (বুখারি)
তবে সালামদাতা যতটুকু বলে সালাম দেয়, তার চেয়ে একটু বাড়িয়ে অথবা সমপরিমাণ শব্দ ব্যবহার করে উত্তর দেওয়া আবশ্যক। উত্তরদাতা বাড়িয়ে বলতে পারেন ‘ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। আল্লাহ বলেন, ‘আর যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে সমপরিমাণ বলবে।’ (সুরা নিসা: ৮৬)
কথা বলার আগেই সালাম দেওয়া উচিত। মহানবী (সা.) বলেন, ‘তোমরা বাক্য বিনিময়ের আগেই সালাম দেবে।’ (তিরমিজি) সালাম বিনিময়ের মাধ্যমে সামাজিক বন্ধন যেমন দৃঢ় হয়, তেমনি পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য গাঢ় হয়। মহানবী (সা.) বলেন, ‘তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ না হওয়া পর্যন্ত ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি বিষয় বলব, যার মাধ্যমে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসতে পার? তা হলো তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন কর।’ (মুসলিম)
শুধু তা-ই নয়, সালামের মাধ্যমে জান্নাতের পথও উন্মুক্ত হয়। মহানবী (সা.) বলেন, ‘তোমরা সালামের প্রচলন কর, অন্যকে খাবার দাও এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় কর, তবেই জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি)
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সালাম ইসলামের একটি নিদর্শন। সালাম অর্থ পরস্পরের কল্যাণ কামনা করা, অভিবাদন জানানো। সালাম দেওয়া সুন্নত এবং উত্তর দেওয়া ওয়াজিব। সালামদাতা সংক্ষেপে বলবে ‘আস্সালামু আলাইকুম’ এবং উত্তরদাতা বলবে ‘ওয়া আলাইকুমুস সালাম’। মূলত সালামের প্রচলন আদম (আ.)-এর মাধ্যমে জান্নাতেই শুরু হয়। আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টির পর তাঁর সামনে বসা ফেরেস্তাদের ‘আস্সালামু আলাইকুম’ বলে সালাম দিতে বলেন এবং তাঁরা ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ বলে উত্তর দেন। পরে এটিই সালাম ও অভিবাদন হিসেবে গৃহীত হয়। (বুখারি)
তবে সালামদাতা যতটুকু বলে সালাম দেয়, তার চেয়ে একটু বাড়িয়ে অথবা সমপরিমাণ শব্দ ব্যবহার করে উত্তর দেওয়া আবশ্যক। উত্তরদাতা বাড়িয়ে বলতে পারেন ‘ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। আল্লাহ বলেন, ‘আর যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে সমপরিমাণ বলবে।’ (সুরা নিসা: ৮৬)
কথা বলার আগেই সালাম দেওয়া উচিত। মহানবী (সা.) বলেন, ‘তোমরা বাক্য বিনিময়ের আগেই সালাম দেবে।’ (তিরমিজি) সালাম বিনিময়ের মাধ্যমে সামাজিক বন্ধন যেমন দৃঢ় হয়, তেমনি পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য গাঢ় হয়। মহানবী (সা.) বলেন, ‘তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ না হওয়া পর্যন্ত ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি বিষয় বলব, যার মাধ্যমে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসতে পার? তা হলো তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন কর।’ (মুসলিম)
শুধু তা-ই নয়, সালামের মাধ্যমে জান্নাতের পথও উন্মুক্ত হয়। মহানবী (সা.) বলেন, ‘তোমরা সালামের প্রচলন কর, অন্যকে খাবার দাও এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় কর, তবেই জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি)
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫