Ajker Patrika

মার্কেটের নির্মাণকাজ বন্ধের দাবি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৫
মার্কেটের নির্মাণকাজ বন্ধের দাবি

জামালপুরের মেলান্দহে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর সুপার মার্কেটে নির্মাণ করছে উপজেলা প্রশাসন। আদালতে বিষয়টি নিষ্পত্তির না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী হাসনা বেওয়া ও তাঁর পরিবারের সদস্যরা।

গত শনিবার পৌরসভার হাজরাবাড়ী বাজারে এ নিয়ে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য রাখেন-হাজরাবাড়ী পৌর এলাকার আদিয়ারপাড়া গ্রামের মৃত শামছুল হক আকন্দের স্ত্রী হাসনা বেওয়া, তার ছেলে মো. একরামুল হক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ও স্থানীয় ব্যবসায়ী সুলতান মাহমুদসহ অনেকে।

ভুক্তভোগী একরামুল হক আকন্দ অভিযোগ করেন, জমি নিয়ে তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেছেন।

গত ২৮ নভেম্বর ওই রিট পিটিশনের শুনানি হয়। ৬ ডিসেম্বর এক আদেশে উচ্চ আদালত বিরোধপূর্ণ জমিতে আগামী ছয় মাস পর্যন্ত স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ওই জমিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলেও কে বা কারা রাতের অন্ধকারে সেই সাইনবোর্ডও তুলে নিয়ে গেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পৌর সুপার মার্কেট নির্মাণকাজ বন্ধ করেনি উপজেলা প্রশাসন। বিষয়টি উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জমিতে পৌর সুপার মার্কেট নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তারা।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম বলেন, ওই জমির মালিকানার দাবিদাররা জেলা জজ আদালতে দুটি মামলা করেন। একটি মামলা চলমান আছে। অন্যটিতে সরকারের পক্ষে রায় হয়েছে। মামলায় হেরে তারা উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন শুনেছি। উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির কথা লোকমুখে শুনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত