Ajker Patrika

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, গাঁজা জব্দ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, গাঁজা জব্দ

কুমিল্লার সদর ও চান্দিনা উপজেলা থেকে ৫৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার র‍্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আট কেজি গাঁজাসহ মো. রনি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রনি কুমিল্লা সদর উপজেলার সুয়াগাজীর উলুল গ্রামের বাসিন্দা।

অপর অভিযানে চান্দিনা উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. ইমাম হোসেন ইমন (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দিনা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দ করা গাঁজার আনুমানিক দাম ১২ লাখ টাকা।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানায় র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত