Ajker Patrika

বদলে যাচ্ছে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫৪
বদলে যাচ্ছে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’

এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।

উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।

কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।

স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত