Ajker Patrika

তদন্তের আগেই সেই ৫ শিক্ষকের যোগদান

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ২৩
তদন্তের আগেই সেই ৫ শিক্ষকের যোগদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পদত্যাগ করা দোলনচাঁপা হলের প্রভোস্ট সিরাজুম মনিরা এবং চারজন হাউস টিউটর পুনরায় যোগদান করেছেন। গত সোমবার তাঁরা তাঁদের দায়িত্বভার গ্রহণ করেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন তাঁরা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আগেই তাঁরা যোগদান করলেন।

তাঁদের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীল দল জড়িতদের তিন কর্মদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করা না হলে কর্মবিরতির ঘোষণা দেয়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এ বিষয়ে জানার জন্য দোলনচাঁপা হলের প্রভোস্ট সিরাজাম মুনিরার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির বলেন, ‘তদন্তের সঙ্গে যোগদান করা না করার কোনো সম্পর্ক নেই। তাঁদের দায়িত্ববোধের জায়গা থেকে যোগদান করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত