আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তাঁরা কেউ স্বামী-স্ত্রী, আবার কেউ মামা-ভাগনে। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠে তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে ভোট প্রার্থনায় একজনকে সহায়তা করছেন অন্যজন।
গঙ্গাচড়া উপজেলার নোহালী ও কোলকোন্দ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দেখা গেছে এমন চিত্র।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোহালীতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী আশরাফ আলী এবং স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন (আনারস) ও নাজনীন আকতার (মোটরসাইকেল)। তাঁদের মধ্যে টিটুলের আপন ভাগনে মোসলেম। অপরদিকে আশরাফের স্ত্রী নাজনীন।
নোহালীর পূর্ব কচুয়া গ্রামের বাসিন্দা জামিল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী মোসলেম নিজের আনারস প্রতীকের পরিবর্তে মামা টিটুলের নৌকার জন্য ভোট চাচ্ছেন। বাগডহরা গ্রামের ভোটার মিজানুর রহমান বলেন, ‘মামা-ভাগনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও উভয়ে মিলে ভোট করছেন মামার নৌকা মার্কার। মোসলেম উদ্দিন নিজের মার্কায় ভোট চাচ্ছেন না।’
পশ্চিম কচুয়া গ্রামের কার্তিক চন্দ্র বলেন, টিটুলের প্রতিদ্বন্দ্বী সেজে মোসলেম যেমন নৌকার ভোট চাচ্ছেন, তেমনিভাবে স্বামী আশরাফের প্রতিদ্বন্দ্বী হয়েও তাঁর লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করছেন স্ত্রী নাজনীন।
এ বিষয়ে জানতে চাইলে জাপা প্রার্থী আশরাফ বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমার স্ত্রীরও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। তাই আমি তাঁকে নির্বাচনে বাধা দিইনি। ভোটারেরা তাঁকে পছন্দ করলে ভোট দিতে পারেন, আমাকে যাঁরা পছন্দ করবেন তাঁরা আমাকে ভোট দেবেন। এতে অসুবিধার কিছু দেখছি না।’
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নাজনীন বলেন, ‘স্বামীর বিরুদ্ধে নির্বাচন করলেও তিনি আমার প্রতি ক্ষুব্ধ নন। এ প্রতিদ্বন্দ্বিতা আমাদের পারিবারিক সম্পর্কের মাঝে মোটেও প্রভাব ফেলবে না।’
একই ইউনয়নে চেয়ারম্যান পদে মামা-ভাগনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মামা টিটুল জানান, ভাগনে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন। এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। সে অধিকারকে তো তিনি খর্ব করতে পারেন না।
ভাগনে মোসলেম বলেন, ‘মামার বিরুদ্ধে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্কে কোনো ফাটল ধরবে না।’
এদিকে কোলকোন্দেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, লাঙ্গলের আব্দুর রউফ এবং স্বতন্ত্র মোনতাসির মামুন (মোটরসাইকেল) ও মোছা. মেনেকা মাহবুব (আনারস)। মেনেকা জাপা প্রার্থী রউফের স্ত্রী।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোটার মোসলেমা বেগম বলেন, ‘মেনেকা মাহবুব নিজে চেয়ারম্যান প্রার্থী হলেও তিনি আমার কাছে লাঙ্গল প্রতীকে স্বামীর জন্য ভোট চেয়েছেন।’
একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র বলেন, ‘মেনেকা মাহবুব নিজের প্রতীক আনারসের জন্য ভোট প্রার্থনার পরিবর্তে তাঁর স্বামীর লাঙ্গল প্রতীকে ভোট চাচ্ছেন। তিনি আমার কাছেও লাঙ্গলে ভোট চেয়েছেন।’
লাঙ্গলের প্রার্থী রউফ বলেন, ‘ইউনিয়নের যোগ্যতাসম্পন্ন সব নাগরিকেরই প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। এ অধিকারকে তো আমি অসম্মান করতে পারি না। তাই আমার স্ত্রী আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে।’
একই ধরনের কথা বলেন স্বতন্ত্র প্রার্থী মেনেকা। তিনি বলেন, ‘আমার স্বামীর যেমন যোগ্যতা ও অধিকার রয়েছে, তেমনি আমারও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে।’
অন্যের জন্য ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট তিন প্রার্থীই তা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা শুধু নিজের জন্য ভোট চাচ্ছেন। অন্যের জন্য চাচ্ছেন না। এটা প্রতিপক্ষের লোকদের মিথ্যা প্রচার হতে পারে।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধিতে এ বিষয়ে কিছু উল্লেখ নেই। তা ছাড়া, যেকোনো ব্যক্তি তাঁর নিজের ভোট যে কাউকে দিতে পারেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক ২৬ ডিসেম্বর গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নে সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তাঁরা কেউ স্বামী-স্ত্রী, আবার কেউ মামা-ভাগনে। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠে তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে ভোট প্রার্থনায় একজনকে সহায়তা করছেন অন্যজন।
গঙ্গাচড়া উপজেলার নোহালী ও কোলকোন্দ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দেখা গেছে এমন চিত্র।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোহালীতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী আশরাফ আলী এবং স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন (আনারস) ও নাজনীন আকতার (মোটরসাইকেল)। তাঁদের মধ্যে টিটুলের আপন ভাগনে মোসলেম। অপরদিকে আশরাফের স্ত্রী নাজনীন।
নোহালীর পূর্ব কচুয়া গ্রামের বাসিন্দা জামিল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী মোসলেম নিজের আনারস প্রতীকের পরিবর্তে মামা টিটুলের নৌকার জন্য ভোট চাচ্ছেন। বাগডহরা গ্রামের ভোটার মিজানুর রহমান বলেন, ‘মামা-ভাগনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও উভয়ে মিলে ভোট করছেন মামার নৌকা মার্কার। মোসলেম উদ্দিন নিজের মার্কায় ভোট চাচ্ছেন না।’
পশ্চিম কচুয়া গ্রামের কার্তিক চন্দ্র বলেন, টিটুলের প্রতিদ্বন্দ্বী সেজে মোসলেম যেমন নৌকার ভোট চাচ্ছেন, তেমনিভাবে স্বামী আশরাফের প্রতিদ্বন্দ্বী হয়েও তাঁর লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করছেন স্ত্রী নাজনীন।
এ বিষয়ে জানতে চাইলে জাপা প্রার্থী আশরাফ বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমার স্ত্রীরও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। তাই আমি তাঁকে নির্বাচনে বাধা দিইনি। ভোটারেরা তাঁকে পছন্দ করলে ভোট দিতে পারেন, আমাকে যাঁরা পছন্দ করবেন তাঁরা আমাকে ভোট দেবেন। এতে অসুবিধার কিছু দেখছি না।’
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নাজনীন বলেন, ‘স্বামীর বিরুদ্ধে নির্বাচন করলেও তিনি আমার প্রতি ক্ষুব্ধ নন। এ প্রতিদ্বন্দ্বিতা আমাদের পারিবারিক সম্পর্কের মাঝে মোটেও প্রভাব ফেলবে না।’
একই ইউনয়নে চেয়ারম্যান পদে মামা-ভাগনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মামা টিটুল জানান, ভাগনে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন। এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। সে অধিকারকে তো তিনি খর্ব করতে পারেন না।
ভাগনে মোসলেম বলেন, ‘মামার বিরুদ্ধে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্কে কোনো ফাটল ধরবে না।’
এদিকে কোলকোন্দেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, লাঙ্গলের আব্দুর রউফ এবং স্বতন্ত্র মোনতাসির মামুন (মোটরসাইকেল) ও মোছা. মেনেকা মাহবুব (আনারস)। মেনেকা জাপা প্রার্থী রউফের স্ত্রী।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোটার মোসলেমা বেগম বলেন, ‘মেনেকা মাহবুব নিজে চেয়ারম্যান প্রার্থী হলেও তিনি আমার কাছে লাঙ্গল প্রতীকে স্বামীর জন্য ভোট চেয়েছেন।’
একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র বলেন, ‘মেনেকা মাহবুব নিজের প্রতীক আনারসের জন্য ভোট প্রার্থনার পরিবর্তে তাঁর স্বামীর লাঙ্গল প্রতীকে ভোট চাচ্ছেন। তিনি আমার কাছেও লাঙ্গলে ভোট চেয়েছেন।’
লাঙ্গলের প্রার্থী রউফ বলেন, ‘ইউনিয়নের যোগ্যতাসম্পন্ন সব নাগরিকেরই প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। এ অধিকারকে তো আমি অসম্মান করতে পারি না। তাই আমার স্ত্রী আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে।’
একই ধরনের কথা বলেন স্বতন্ত্র প্রার্থী মেনেকা। তিনি বলেন, ‘আমার স্বামীর যেমন যোগ্যতা ও অধিকার রয়েছে, তেমনি আমারও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে।’
অন্যের জন্য ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট তিন প্রার্থীই তা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা শুধু নিজের জন্য ভোট চাচ্ছেন। অন্যের জন্য চাচ্ছেন না। এটা প্রতিপক্ষের লোকদের মিথ্যা প্রচার হতে পারে।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধিতে এ বিষয়ে কিছু উল্লেখ নেই। তা ছাড়া, যেকোনো ব্যক্তি তাঁর নিজের ভোট যে কাউকে দিতে পারেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক ২৬ ডিসেম্বর গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নে সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫