Ajker Patrika

অস্ট্রেলিয়ায় পালানো বাবাকে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ২৫
অস্ট্রেলিয়ায় পালানো বাবাকে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

সানিউর টিআইএম নবী ও তার তিন বছরের ছেলেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী গতকাল মঙ্গলবার টিআইএম নবীর বাবা টিম নবী আদালতে হাজির হলে তাঁকে এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ফেসবুকে উচ্চ আদালত নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাঁকে ব্যাখ্যা দিতে একই দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ২৩ নভেম্বর শিশুর দাদা টিম নবীকে তলব করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে টিম নবী যেন দেশত্যাগ না করতে পারেন এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া আদালতের আদেশ অমান্য করে শিশুকে নিয়ে দেশত্যাগ করায় বাবা সানিউর টিআইএম নবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। সেই সঙ্গে তাঁর পাসপোর্টের কার্যকারিতা সাময়িক স্থগিত করা হয়।

২১ নভেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার জানান, ১৬ নভেম্বর বিকেলে ওই শিশুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আর পুলিশ জানিয়েছে, ওই দিন সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশুকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যান বাবা।

২০১৭ সালে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে বিয়ে করেন বারিধারার টিআইএম নবী। বিয়ের পর তাঁরা মালয়েশিয়া বসবাস শুরু করেন। কয়েক মাস পর ঢাকায় ফিরে আসেন। এরই মধ্যে ওই দম্পতির এক ছেলের জন্ম হয়। তবে করোনাকালে তাঁদের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। বিষয়টি মেয়েটির স্বজনেরা জানতে পেরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেন। সমাধান না হওয়ায় সাদিকার বোন মানবাধিকার সংগঠনের কাছে আইনি সহায়তা চান। এর মধ্যে সাদিকাকে তালাক দেন নবী। পরে একটি মানবাধিকার সংগঠন বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত