Ajker Patrika

মাগুরায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ১৫
মাগুরায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিনের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নৌকার মিছিল শেষ করে ডাঙ্গাপাড়া বাজারের ওই নির্বাচনী কার্যালয়ে তাঁর নেতা-কর্মীরা বসেছিলেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের সমর্থকেরা মিছিল নিয়ে এসে হামলা চালান এবং কার্যালয়টি ভেঙে ফেলেন। তাঁরা অফিসে সাঁটানো বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মাটিতে ফেলে দেন। হামলায় বাদশা (৫২) ও ওহিদুল (৩৫) নামে দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, পলাশবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী রবিউল। তিনি বলেন, ‘আমাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।’

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ডাঙ্গাপাড়া বাজারে দুই প্রার্থী মুখোমুখি নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। মঙ্গলবার বিকেলে সেখানে দুই পক্ষের মিছিল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ইটপাটকেল ছোড়াছুড়ি হয় বলেও শুনেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

২৮ নভেম্বর পলাশবাড়িয়াসহ উপজেলার ৮ ইউপিতে ভোট। আলাউদ্দিন ছাড়াও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম (আনারস প্রতীক), সৈয়দ সেকেন্দার আলী (ঘোড়া প্রতীক) ও মনিরুল ইসলাম মুকুল (চশমা প্রতীক) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত