Ajker Patrika

রাডবউড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ৪৫
রাডবউড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

নেদারল্যান্ডস পড়াশোনা করার জন্য বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচিত। একে জীবনধারণ এবং অধ্যয়ন করার জন্য বিশ্বের তৃতীয় সেরা দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটি উদ্ভাবনী শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বে ব্যাপকভাবে পরিচিত। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও বিভিন্ন শর্টকোর্স অফার করে থাকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। এখানে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করতে সময় লাগে ১-২ বছর। ডাচ শিক্ষাব্যবস্থা গবেষণাকেন্দ্রিক। এখানে সবকিছুই আপনি হাতে-কলমে শিখতে পারবেন। জীবনে সফল হতে হলে যেসব দক্ষতা দরকার, নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা অর্জন করতে এসে সবকিছুই শিখতে পারবেন। এ ছাড়া স্কলারশিপের প্রচুর সুযোগ রয়েছে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এমনই এক স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের রাডবউড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।

যেসব অনুষদে স্কলারশিপ দেওয়া হবে

  • কলা অনুষদ (২টি)
  • আইন অনুষদ (১৪টি)
  • চিকিৎসাবিজ্ঞান অনুষদ (৭টি)
  • নিজমেগেন স্কুল অব ম্যানেজমেন্ট (৩টি)
  • দর্শন অনুষদ, ধর্মতত্ত্ব এবং ধর্মীয় অধ্যয়ন (১টি)
  • বিজ্ঞান অনুষদ (৮টি)
  • সামাজিক বিজ্ঞান অনুষদ (২টি)

সুযোগ-সুবিধা
আংশিক টিউশন ফি মওকুফ করা হবে। যেমন একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১৬ হাজার ইউরোর পরিবর্তে শুধু ২ হাজার ২০৯ ইউরো টিউশন ফি প্রদান করবেন। শিক্ষার্থীদের ১৫ লাখ টাকার টিউশন ফি থেকে ২ লাখের বেশি টাকা হ্রাস করা হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ। আবাসন সুবিধা দেওয়া হবে। স্বাস্থ্য ও ভ্রমণভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • ইইউ ভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
  • নেদারল্যান্ডসের বাইরে অর্জিত স্নাতক ডিগ্রি আছে বা পাবেন।
  • নেদারল্যান্ডসে কোনো ডিগ্রি অর্জন করেননি।
  • নেদারল্যান্ডসে কোনো পূর্ববর্তী শিক্ষা গ্রহণ করেননি।
  • একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
  • শিক্ষার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
  • ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
  • আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে।

নেদারল্যান্ডসের ভিসা পাওয়ার জন্য শর্তগুলো মেনে চলতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর সিভি।
  • পাসপোর্ট
  • রেফারেন্স লেটার।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • রিসার্চ প্রপোজাল।

ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত