Ajker Patrika

বালু উত্তোলন করায় কারাদণ্ড, ট্রাক্টর জব্দ

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৭
বালু উত্তোলন করায় কারাদণ্ড, ট্রাক্টর জব্দ

গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার কোলকোন্দ সিংগিমাড়িতে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের সময় আদালত অভিযান চালান। এ সময় দুই ভাইকে আটক করে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন চেংমারী গ্রামের জামাল মিয়া ও কামাল মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জামাল ও কামাল দীর্ঘদিন ধরে সিংগিমাড়ি এলাকায় নদী থেকে বালু উত্তোলন করছিলেন। এ বালু রংপুর নগরীসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। এই অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দুটি বালুবাহী ট্রাক্টর জব্দ করা হয়। এ ছাড়া আদালতের করা মামলায় গাড়িচালক জামাল ও কামালকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। তিনি বলেন, গঙ্গাচড়ার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়ে। এতে তিস্তা নদীর সিংগিমাড়ি এলাকা থেকে দুজনকে আটক ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত