Ajker Patrika

ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ২২
ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনয়নের ওসমানপুর কেন্দ্রে ভোট দিয়েছেন শতবর্ষী দোলেনা খাতুন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে আবেদ আলীর কোলে চড়ে ভোট দিতে আসেন তিনি। বয়সের ভারে হাটতে না পারলেও এখনো ঠিকমতো চোখে দেখেন দোলেনা। ছেলের সহযোগিতায় নিজেই পছন্দের প্রার্থীকে ভোট দেন।

দোলেনা বলেন, ‘অনেক দিন পরে ভোট দিনু। ভালোই লাগছে। ইর আগে একবার ভোট দিতে আইছিনু। কিন্তু আইসি দেখনু ভোট দিয়া হয়ি গিছে, সেবার খুব খারাপ লাগিছিল। এবার সবাই বুললু ভোট ভালো হচ্ছে। তাই ছেইলিকে বুলনু আমাক ভোট দিতি নি যা। এবার ভোট দিতি পারিছি। জীবনে আর ভোট দিতি পারব কিনা জানিনি।’

দোলেনার ছেলে আবেদ আলী বলেন, ‘আমার মায়ের বয়স প্রায় ১০০ বছর। ভোটের কথা শোনার পর থেকেই ভোট দেওয়া জন্য আমাকে অনুরোধ করেন। তাই কোলে করে নিয়ে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত