Ajker Patrika

নৃগোষ্ঠী স্বীকৃতির দাবি কোচ-রাজবংশীদের

পঞ্চগড় প্রতিনিধি
নৃগোষ্ঠী স্বীকৃতির দাবি কোচ-রাজবংশীদের

পঞ্চগড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি সনদ বা প্রত্যয়নপত্র দিতে হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কোচ ও বর্মণ সম্প্রদায়ের মানুষ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মণ সংগঠনের উদ্যোগে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মণ। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। এর আগে শহরের ধাক্কামারা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন ২০১০ অনুযায়ী পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বসবাসরত কোচ ও বর্মণ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী এ দুই জেলায় বসবাসরত কোচ ও বর্মণ সম্প্রদায়ভুক্ত রায়, বর্মণ, সিংহ পদবি ব্যবহারকারীরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ পেয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রায় ছয়-সাত মাস ধরে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সেই সনদ সরবরাহ করা হচ্ছে না।  

পরে জেলা প্রশাসকের কাছে এসব দাবিসহ ১৫ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী এ জনগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পড়ে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত