Ajker Patrika

‘পদ্মা সেতু চালু হলে ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে’

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭: ০৮
Thumbnail image

পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গত বৃহস্পতিবার বিকেলে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন ফুলতলায় এক সময় সন্ত্রাসীদের কারণে বণিকেরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। কিন্তু বর্তমানে বাজারে কোনো চাঁদাবাজি না হওয়ায় দোকানদারেরা শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করছেন। বণিকদের উন্নয়নে সরকার সব সুযোগ-সুবিধা দিচ্ছে।’

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. আসলাম খান, মৃণাল হাজরা, আবু তাহের রিপন। সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, সহসাধারণ সম্পাদক সাঈদ মোড়ল, ব্যবসায়ী রমেশ কণ্ডু, পবিত্র সাহা, বিপ্লব রায়, কোষাধ্যক্ষ মো. কবির জমাদ্দার, দপ্তর সম্পাদক আবু মো. আবুল খাঁয়ের, তারেক হাসান নাইস প্রমুখ।

সভার আগে নারায়ণ চন্দ্র চন্দ ফুলতলার মঠবাড়িয়া মন্দির পরিদর্শন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যদের এবং রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত