Ajker Patrika

নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে গোয়াইনঘাট

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০: ৩৩
নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে গোয়াইনঘাট

রাত পোহালেই ভোট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে (ইউপি)। নির্বাচন ঘিরে উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন ঘিরে গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

প্রতি ইউনিয়নে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোয়াইনঘাট থানা-পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেলে টহল দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ আগমন ও গমনে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে থানা–পুলিশের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণে পুলিশ সব ধরনের পদক্ষেপসহ সহযোগিতা করবে।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রধারী পুলিশ সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সাধারণ কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্য থাকবেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তৎপর থাকবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকবেন জেলা পুলিশের বিশেষায়িত একাধিক ইউনিটের পাশাপাশি র‍্যাব সদস্যরাও।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের তরফে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণে একাধিক ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।

এদিকে গোয়াইনঘাট উপজেলার ৫৪ ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে চলছে বুথ তৈরির তোড়জোড়। ভোটগ্রহণে নির্বাচন কমিশনের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত