মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা প্রচারে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসনটিতে বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছয়জন। ভোটারদের প্রশ্ন, আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন নৌকা প্রতীক। পাশাপাশি একই দলের একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করছেন তাঁরা। অন্যদিকে ভোটের মাঠে অন্য দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের দেখা গেলেও আন্দোলনে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে তাঁরা মোটেও ভাবছেন না।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে যাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন। তবে বর্তমানে একাধিক প্রার্থী থাকায় সভা-সমাবেশে উপস্থিতি বা তাঁদের ব্যক্তিগত প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হয়। একজনের প্রচারে অংশগ্রহণ করলে সেটি অন্যজন ভালোভাবে দেখেন না।
সাধারণ ভোটাররা বলছেন, মনোনয়নের দৌড়ে আওয়ামী লীগের ছয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এলাকায় তাঁদের অনেকেই সক্রিয় নন। বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশী ঢাকায় অবস্থান করেন। একাধিক ব্যক্তি মনোনয়ন চাওয়ায় মনোনয়ন-পূর্ববর্তী অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন না ঘটে, সংশ্লিষ্টদের কাছে সে অনুরোধ তাঁদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। দশম ও একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩০৩ জন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী: বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক আবদুর নূর দুলাল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়াও সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী দলের নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
অন্য দলের মনোনয়নপ্রত্যাশী: জেলা জাতীয় পার্টির সভাপতি সালা উদ্দিন আহমেদ ও আরেক নেতা আবদুর রহিম বিশ্বাস দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চাটখিল উপজেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা সাইফ উল্ল্যাহ ভোটে লড়তে ইচ্ছুক।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর সহযোগিতায় চাটখিল ও সোনাইমুড়ীতে অন্তত দুই হাজার কোটি টাকার কাজ করেছি। গরিব, অসহায়, অসচ্ছল মানুষের চিকিৎসা, বসতি নির্মাণ ও দরিদ্র মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এসব কর্মকাণ্ডের জন্য জনগণ আগামী নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন।’
বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবশিষ্ট কাজ সফলভাবে শেষ করতে পারব বলে আশা করি।’
নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘আপাতত আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছি।’
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক বলেন, ‘বিএনপি কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দল যদি অংশ নেয়; তাহলে যাঁকে প্রার্থী করা হবে, আমরা তাঁর পক্ষে ভোট করব।’
সংশোধনী: গত সোমবার আজকের পত্রিকার শেষ পাতায় ‘চ্যালেঞ্জের মুখে সালাম মুর্শেদী’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদনের একটি স্থানে নগর যুবলীগের সভাপতির বদলে ছাপা হয়েছে যুবদলের সভাপতি। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখিত।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা প্রচারে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসনটিতে বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছয়জন। ভোটারদের প্রশ্ন, আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন নৌকা প্রতীক। পাশাপাশি একই দলের একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করছেন তাঁরা। অন্যদিকে ভোটের মাঠে অন্য দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের দেখা গেলেও আন্দোলনে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে তাঁরা মোটেও ভাবছেন না।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে যাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন। তবে বর্তমানে একাধিক প্রার্থী থাকায় সভা-সমাবেশে উপস্থিতি বা তাঁদের ব্যক্তিগত প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হয়। একজনের প্রচারে অংশগ্রহণ করলে সেটি অন্যজন ভালোভাবে দেখেন না।
সাধারণ ভোটাররা বলছেন, মনোনয়নের দৌড়ে আওয়ামী লীগের ছয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এলাকায় তাঁদের অনেকেই সক্রিয় নন। বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশী ঢাকায় অবস্থান করেন। একাধিক ব্যক্তি মনোনয়ন চাওয়ায় মনোনয়ন-পূর্ববর্তী অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন না ঘটে, সংশ্লিষ্টদের কাছে সে অনুরোধ তাঁদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। দশম ও একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩০৩ জন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী: বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক আবদুর নূর দুলাল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়াও সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী দলের নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
অন্য দলের মনোনয়নপ্রত্যাশী: জেলা জাতীয় পার্টির সভাপতি সালা উদ্দিন আহমেদ ও আরেক নেতা আবদুর রহিম বিশ্বাস দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চাটখিল উপজেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা সাইফ উল্ল্যাহ ভোটে লড়তে ইচ্ছুক।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর সহযোগিতায় চাটখিল ও সোনাইমুড়ীতে অন্তত দুই হাজার কোটি টাকার কাজ করেছি। গরিব, অসহায়, অসচ্ছল মানুষের চিকিৎসা, বসতি নির্মাণ ও দরিদ্র মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এসব কর্মকাণ্ডের জন্য জনগণ আগামী নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন।’
বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবশিষ্ট কাজ সফলভাবে শেষ করতে পারব বলে আশা করি।’
নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘আপাতত আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছি।’
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক বলেন, ‘বিএনপি কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দল যদি অংশ নেয়; তাহলে যাঁকে প্রার্থী করা হবে, আমরা তাঁর পক্ষে ভোট করব।’
সংশোধনী: গত সোমবার আজকের পত্রিকার শেষ পাতায় ‘চ্যালেঞ্জের মুখে সালাম মুর্শেদী’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদনের একটি স্থানে নগর যুবলীগের সভাপতির বদলে ছাপা হয়েছে যুবদলের সভাপতি। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখিত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪