Ajker Patrika

বেড়েছে শীত, কষ্টে ছিন্নমূল মানুষ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ০৭
বেড়েছে শীত, কষ্টে ছিন্নমূল মানুষ

তিন দিন ধরে উত্তরের জনপদে তাপমাত্রা নিচে নামছে। বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন স্থবির। শীতে কষ্টে দিনাতিপাত করছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বিকেল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকায় সৈয়দপুর বিমানবন্দরে এ সময়ে ওঠানামা করছে না কোনো ফ্লাইট।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হোসেন জানান, গতকাল মঙ্গলবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার ১১ দশমিক ২ ডিগ্রি এবং রোববার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় গতকাল বেলা ২টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা করতে পারেনি।

এদিকে, শীতে কাতর মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো গরম কাপড়ের অভাবে পড়েছেন বিপাকে। কাজে যোগ দিতে পারছেন না শ্রমজীবী মানুষ। শীত নিবারণের জন্য স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন পুরোনো কাপড়ের দোকানে।

সৈয়দপুরে এনা পরিবহনের টিকিট এজেন্ট ফয়সাল দিদার দিপু জানান, ‘ঘন কুয়াশার কারণে মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের উদ্দেশে ছেড়ে আসা নৈশকোচগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে।’

তিনি আরও জানান, ‘দেরিতে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে যাত্রীদের কোনো অভিযোগ নেই। বরং তাঁরা কুয়াশার এ সময়ে ধীরগতিতে কোচ চালাতে চালকদের অনুরোধ করেন।’

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, জেলার শীতার্ত মানুষের মধ্যে ৩০ হাজার ১০০ কম্বল শীতবস্ত্র হিসেবে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত