গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে প্রায় দুই বছর পর কবর থেকে আসাদুজ্জামান (৪২) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের চান্দামারী গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করে চুয়াডাঙ্গা সদর থানার-পুলিশ। আসাদুজ্জামান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আসাদুজ্জামানের ছোট ভাই ও মামলার বাদী হাসানুজ্জামান লিটন জানান, ২০০৭ সালের নভেম্বর মাসে চুয়াডাঙ্গা সদরের হাসপাতালপাড়ার মহিবুল হকের মেয়ে মোনালিসা হক লোপার সঙ্গে আসাদুজ্জামানের বিয়ে হয়। যশোরে কনকর্ড ফার্মাসিউটিক্যালসে চাকরির সুবাদে এম এম কলেজের পাশে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন আসাদুজ্জামান। একই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন নরসিংদী জেলার বাখরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ন কবির (৩৫)। তাঁর (হুমায়ন কবির) সঙ্গে লোপার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জেনে চুয়াডাঙ্গা শহরে এসে আরগন ফার্মাসিউটিক্যালসে চাকরি নেন তাঁর ভাই। এরপরও ভাবি হুমায়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। এর মধ্যে লোপা ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পায়। পরে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।
হাসানুজ্জামান লিটন আরও জানান, ২০২০ সালের ২৭ মার্চ রাতে বাড়িতে খবর পাঠানো হয় আসাদুজ্জামান অসুস্থ হয়ে পড়েছেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরদিন লাশ পার্শ্ববর্তী চান্দামারী গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মামলার বাদী হাসানুজ্জামান বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে লোপা ও হুমায়ন বিয়ে করেন। তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে হুমায়ন কবির কীভাবে আসাদুজ্জামানকে লোপা হত্যা করেছে সব তথ্যউপাত্ত আমাদের জানান। এ ঘটনায় গত ৩ জানুয়ারিতে চুয়াডাঙ্গা সদর আমলি আদালতে লোপা ও হুমায়ন কবিরের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদ হোসেন জানান, আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশনা দেন। চুয়াডাঙ্গা সদর থানা ২৫ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করে। ২৬ জানুয়ারি হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড নেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা কারাগারে আছেন। পলাতক প্রধান আসামি মোনালিসা হক লোপাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
মেহেরপুরের গাংনীতে প্রায় দুই বছর পর কবর থেকে আসাদুজ্জামান (৪২) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের চান্দামারী গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করে চুয়াডাঙ্গা সদর থানার-পুলিশ। আসাদুজ্জামান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আসাদুজ্জামানের ছোট ভাই ও মামলার বাদী হাসানুজ্জামান লিটন জানান, ২০০৭ সালের নভেম্বর মাসে চুয়াডাঙ্গা সদরের হাসপাতালপাড়ার মহিবুল হকের মেয়ে মোনালিসা হক লোপার সঙ্গে আসাদুজ্জামানের বিয়ে হয়। যশোরে কনকর্ড ফার্মাসিউটিক্যালসে চাকরির সুবাদে এম এম কলেজের পাশে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন আসাদুজ্জামান। একই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন নরসিংদী জেলার বাখরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ন কবির (৩৫)। তাঁর (হুমায়ন কবির) সঙ্গে লোপার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জেনে চুয়াডাঙ্গা শহরে এসে আরগন ফার্মাসিউটিক্যালসে চাকরি নেন তাঁর ভাই। এরপরও ভাবি হুমায়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। এর মধ্যে লোপা ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পায়। পরে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।
হাসানুজ্জামান লিটন আরও জানান, ২০২০ সালের ২৭ মার্চ রাতে বাড়িতে খবর পাঠানো হয় আসাদুজ্জামান অসুস্থ হয়ে পড়েছেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরদিন লাশ পার্শ্ববর্তী চান্দামারী গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মামলার বাদী হাসানুজ্জামান বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে লোপা ও হুমায়ন বিয়ে করেন। তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে হুমায়ন কবির কীভাবে আসাদুজ্জামানকে লোপা হত্যা করেছে সব তথ্যউপাত্ত আমাদের জানান। এ ঘটনায় গত ৩ জানুয়ারিতে চুয়াডাঙ্গা সদর আমলি আদালতে লোপা ও হুমায়ন কবিরের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদ হোসেন জানান, আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশনা দেন। চুয়াডাঙ্গা সদর থানা ২৫ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করে। ২৬ জানুয়ারি হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড নেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা কারাগারে আছেন। পলাতক প্রধান আসামি মোনালিসা হক লোপাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫