Ajker Patrika

ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, তরুণকে ছুরিকাঘাত, আহত ৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২: ৫৯
ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, তরুণকে ছুরিকাঘাত, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে চন্দ্রনাথ রায় ওরফে জয় রায় (২৪) নামে এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ সংঘর্ষে দুই পক্ষের আরও ৬ জন আহত হন। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের শ্রী মোহনলাল জিউর মন্দির প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

জয় রায় উপজেলার বাদে অরুয়াইল গ্রামের মৃত নিতিশ রায়ের ছেলে। বাকি আহত ব্যক্তিরা হলেন বাদে অরুয়াইলের প্রীতম রায় (২৩), পরিমল দেব (৩৫), জুটন দেব (২৩), বাবুল সূত্রধর (২৬), রমেশ দাস (৫৭) ও রবিদাস (৪৫)। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রমেশ দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তাঁর স্বজনেরা জানান।

প্রত্যক্ষদর্শী মোহনলাল জিউর মন্দিরের সভাপতি ও প্রত্যক্ষদর্শী বেণীমাধব রায় বলেন, রাত ১০টার দিকে মন্দির কমিটি একটা জরুরি বিষয় নিয়ে মিটিংয়ে বসে। এ সময় মারামারির আওয়াজ শুনে বের হয়ে দেখেন ব্যাডমিন্টন খেলা নিয়ে অরুয়াইল দাসপাড়ার ছেলেরা রায়পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করছেন। পরে মন্দির কমিটির নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। সঙ্গে সঙ্গে তাঁরা মন্দির প্রাঙ্গণে রাতে ব্যাডমিন্টন খেলা নিষেধ করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেহাবুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে তদন্তের আগ পর্যন্ত বলা যাবে না কি কারণে মারামারি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত