Ajker Patrika

হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় আলুচাষিরা

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৭
হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় আলুচাষিরা

তীব্র শীতের মধ্যে অসময়ের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছেন গৌরীপুরের আলুচাষিরা। বৃষ্টির পানি জমে আলুতে পচন ধরার শঙ্কায় রয়েছেন তাঁরা। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী না হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন তাঁরা।

রোকনাকান্দা গ্রামের উসমান গণি বলেন, হঠাৎ বৃষ্টিতে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। রাতভর আল্লাহকে ডেকেছেন, যাতে বৃষ্টি আর না হয়। এই কৃষক জানান, ৩০ শতাংশ জমিতে তিনি বর্মিজ জাতের আলু করেছেন। এই খেতে ৬০ মন আলু পাওয়া আশা করছেন। আর ৪০ শতক জমিতে করেছেন বারি জাতের আলু। এতে ১০০ মন আলু ফলনের আশা করছেন তিনি।

একই গ্রামের সুলতান মিয়া জানান, তিনি ২০ শতক জমিতে আলু চাষ করেছেন। অসময়ের বৃষ্টিতে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। এ জন্য দ্রুত আলু তুলে ফেলছেন।

গতকাল শনিবার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, প্রায় সব আলু খেতে চাষিরা দ্রুত আলু তুলছেন। ক্ষতি কম হওয়ার আশায় তাঁরা শ্রমিক নিয়োগ করেছেন।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে ৪২৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৯২৫ মেট্রিক টন। বৃষ্টিতে চাষিরা খুব উদ্বিগ্ন ছিলেন। শুক্রবার গৌরীপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত