Ajker Patrika

কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৩৭
কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার, মিরপুর ও ভেড়ামারা উপজেলার ১৯ ইউনিয়নের মধ্যে ১৭ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে এখানে জাসদ নির্বাচন করলেও, আওয়ামী লীগের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই ততই চলছে হামলা মামলার ঘটনা। অপরদিকে মিরপুরের নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ও জাসদ নেতা–কর্মীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ।

তবে এই উপজেলায় ভোটের মাঠে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছে। একপক্ষের সমালোচনায় ব্যস্ত অন্যপক্ষ। নির্বাচনী এলাকায় করেছেন পাল্টাপাল্টি সমাবেশও। উত্তপ্ত ভোটের মাঠে প্রতিদিনই সংঘর্ষ ও বাকযুদ্ধে জড়াচ্ছেন বড় দুই দলসহ স্বতন্ত্র প্রার্থীর লোকজন।

এতে আতঙ্ক ছড়াচ্ছে নির্বাচনী এলাকায়। একই সঙ্গে নিরপেক্ষ নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় আছে স্বতন্ত্র প্রার্থীরা, কিছুটা আতঙ্কের মধ্যে সাধারণ ভোটারেরা। ভোটের দিন বড় ধরনের সংঘর্ষ ঘটার আশঙ্কা করছেন অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বড় এই দুই দলের সমর্থকদের এখনই লাগাম টেনে না ধরলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুরের তালবাড়িয়া ইউনিয়নের নির্বাচনের অংশ নেওয়া স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রেহী) প্রার্থী আব্দুল হান্নান মন্ডল বলেন, শুরু থেকেই আমার এবং আমার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।

কয়েক দফা হামলা চালিয়ে আমার নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দিয়েছে। এখন একটাই ভয় নির্বাচনের দিন তারা আমার এজেন্টদের ঢুকতে বাধা দিতে পারে, ভোট কেন্দ্রে তারা বিশৃংখলা ঘটাতে পারে।

কুর্শা ইউনিয়নের আরেক স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন বলেন, প্রার্থিতা প্রত্যাহরের দিন পার হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ নৌকা প্রতীকের লোকজন আমার ওপর হামলা চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত