Ajker Patrika

বেড়েই চলেছে সংক্রমণ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ০১
বেড়েই চলেছে সংক্রমণ

সিলেটে করোনা শনাক্তের হার বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা) ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ২৪ ঘণ্টায় ৮০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ২ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন চারজন। কিন্তু কারও মৃত্যু হয়নি।

করোনায় আক্রান্ত ২৩ জনের সবাই সিলেটের বাসিন্দা। নতুন শনাক্তদের নিয়ে বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৯৯ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ৪৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৫০ জন, মৌলভীবাজারে ৮ হাজার ২০৯ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৭০ জন।

সিলেট বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮৩ জন।

এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।

বিভাগের চার জেলায় ৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত