Ajker Patrika

আগৈলঝাড়া মুক্ত দিবস পালিত

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০: ৫৭
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে গতকাল। দিবসটি পালন উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নীরবতা পালন, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের আত্মসমর্পণের প্রত্যক্ষদর্শী যোদ্ধা হিসেবে স্মৃতিচারণ করে বক্তব্য দেন বরিশাল জেলা সহকারী ইউনিট কমান্ডার (প্রচার) উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়াসহ বীর মুক্তিযোদ্ধারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত