Ajker Patrika

৫৯ বছর বয়সে পাস করলেন এসএসসি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪: ১৫
৫৯ বছর বয়সে পাস করলেন এসএসসি

শিক্ষার কোনো বয়স নেই। এ কথা প্রমাণ করলেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। ৫৯ বছর বয়সে তিনি এসএসসি পরীক্ষায় বসেছিলেন। পাস করে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।

গত বছর গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মোফাজ্জল হোসেন। গত ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হয়। তিনি জিপিএ-৪.৩৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘ইচ্ছে থাকলে সবই সম্ভব। এই বয়সে এসএসসি পাস করে প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।’

মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি দুবার ইউপি সদস্য পদে দায়িত্ব পালন করেছি। প্যানেল চেয়ারম্যানও আমাকে বানানো হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে চলাফেরা করতে হচ্ছে। অনেক লোকই জিজ্ঞাসা করে আপনি কি পাস? আমি তখন লজ্জায় জবাব দিতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘মূলত লজ্জা থেকে রেহাই পেতে ২০১৯ সালে ভকেশনাল শাখায় ভর্তি হই। ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই।’

মোফাজ্জল হোসেন জানান, তিনি চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত