Ajker Patrika

কাপ্তাই লেকে নৌকাবাইচ অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ১৬
কাপ্তাই লেকে নৌকাবাইচ অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই সেনা জোনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও পার্বত্য চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কাপ্তাই লেকে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে কাপ্তাই, বিলাইছড়ি ও রাঙামাটি সদর উপজেলার ২০টি পুরুষ এবং ১০টি মহিলা দল অংশ নেন। এ সময় লেকের উভয় পাশে হাজারো দর্শক বাইচ উপভোগ করেন।

নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কাপ্তাই নতুন বাজার দল। এই বিভাগে রাঙামাটি সদর কিল্লা পাড়া দল দ্বিতীয় ও কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন দল তৃতীয় স্থান অধিকার করেন। অপরদিকে মহিলা দলে চ্যাম্পিয়ন হন রাঙামাটি কিল্লাপাড়া দল। এ বিলাইছড়ি বহলতলী দল দ্বিতীয় ও কাপ্তাই নতুন বাজার দল তৃতীয় স্থান অধিকার করে।

প্রধান অতিথি হিসেবে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান তাদের পুরস্কার তুলে দেন। এ সময় কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক কমডোর এম মনির উদ্দিন মল্লিক, ডিজিএফআই কাপ্তাই শাখার অধিনায়ক লে. কর্নেল মো. আলী আক্কাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত