Ajker Patrika

ফল ধরা ৮টি কুলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩৬
ফল ধরা ৮টি কুলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের কালীগঞ্জে ফল ধরা ৮টি কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলামের কুল বাগানে এ ঘটনা ঘটে। এতে বাগানের অর্ধলাখ টাকার কুল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কৃষক রবিউল ইসলাম।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে এলাকার কয়েকজন কিশোর কুল খেতে এসেছিল। কিন্তু কুল এখনো না পাকায় তাঁদের ফিরিয়ে দিই। কুল না দিয়ে ফিরিয়ে দেওয়ায় ওই যুবকেরা আমাকে কিছু বাজে কথা বলে চলে যায়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে কুল বাগানে গিয়ে দেখি ৮টি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এ ছাড়া অনেক গাছের অপরিপক্ব কুল নষ্ট করে দেওয়া হয়েছে।

রবিউল আরও বলেন, ‘এক বছর আগে ২২ শতক জমিতে বল সুন্দরী জাতের কুলের চাষ করেছিলাম। গাছ লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এ বছরই প্রথম প্রতিটি গাছে কুল এসেছে। তবে এখনো বিক্রি শুরু হয়নি। তবে আশা ছিল, বাগানে গাছে যে পরিমাণ কুল ছিল তা লক্ষাধিক টাকা বিক্রি করতে পারব। এতে খরচের টাকা উঠে আসত।’

বাগান রক্ষক কুরবান আলী বলেন, ‘বুধবার বিকেলে কয়েক কিশোর কুল খেতে আসে। কুল না পাকায় পরে আসতে বললে তারা গালিগালাজ করে চলে যায়। এরপর গতকাল সকালে এসে দেখি বাগানে এ ঘটনা ঘটেছে।’

রাখালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, ‘অভিযুক্ত কিশোরদের ও বাগান মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত