এস এম নূর মোহাম্মদ, ঢাকা
সারা দেশের অধস্তন আদালতগুলোতে দুই দশকের বেশি পুরোনো ২ হাজার ৪০৭টি মামলা এখনো ঝুলে আছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশে গত বছরের ২২ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন এমন প্রায় পৌনে ৬ হাজার মামলা ওই বছরের ১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট জেলা আদালতগুলোকে নির্দেশনা দিয়েছিল। চলতি বছরের মে পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৩৭৫টি মামলা।
সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশের অধস্তন আদালতগুলোতে ২০০০ সালের আগের দেওয়ানি ও ফৌজদারি মিলে অনিষ্পন্ন মামলা ছিল ৫ হাজার ৭৮২টি। সুপ্রিম কোর্ট প্রশাসন এসব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেয় গত বছরের ২২ জুন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব নেওয়ার পরপরই বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর উদ্যোগ নেন।গত বছরের ২৭ জানুয়ারি দেশের আট বিভাগের অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতির নেতৃত্বে আটটি মনিটরিং কমিটি করা হয়। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনায় বলা হয়, এসব কমিটি বিচারাধীন মামলার তথ্য সংগ্রহ করেছে।
সেখানে ২২ বছর ধরে ৫ হাজারের বেশি মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা ছাড়া বাকি সব মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। স্থগিত থাকা মামলার স্থগিতাদেশ প্রত্যাহারের পর তা নিষ্পত্তি করতে বলা হয়।
সূত্র বলেছে, ওই নির্দেশনার পর অক্টোবর পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে ১ হাজার ৫৬৩টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৩০, চট্টগ্রাম বিভাগে ২৬৭, ময়মনসিংহ বিভাগে ২০, রংপুর বিভাগে ৮১, সিলেট বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ২৮৭, খুলনা বিভাগে ৩৪৬ এবং বরিশাল বিভাগে ১০৫টি মামলা ছিল। আর নভেম্বর থেকে গত মে পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৮১২টি পুরোনো মামলা। এর মধ্যে নভেম্বরে ৭৯৪, ডিসেম্বরে ১১৮, চলতি বছরের জানুয়ারিতে ২৩৬, ফেব্রুয়ারিতে ১৭০, মার্চে ১৩৮, এপ্রিলে ৮৬ এবং মে মাসে ২৭০টি মামলা নিষ্পত্তি হয়। এমন পুরোনো আরও ২ হাজার ৪০৭টি মামলা বিচারাধীন রয়েছে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সুপ্রিম কোর্টের ওই নির্দেশনার কারণেই উল্লেখযোগ্যসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। মনিটরিং কমিটির তদারকি চলছে। আশা করা যায়, বাকি মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি হবে।
সারা দেশের অধস্তন আদালতগুলোতে দুই দশকের বেশি পুরোনো ২ হাজার ৪০৭টি মামলা এখনো ঝুলে আছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশে গত বছরের ২২ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন এমন প্রায় পৌনে ৬ হাজার মামলা ওই বছরের ১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট জেলা আদালতগুলোকে নির্দেশনা দিয়েছিল। চলতি বছরের মে পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৩৭৫টি মামলা।
সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশের অধস্তন আদালতগুলোতে ২০০০ সালের আগের দেওয়ানি ও ফৌজদারি মিলে অনিষ্পন্ন মামলা ছিল ৫ হাজার ৭৮২টি। সুপ্রিম কোর্ট প্রশাসন এসব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেয় গত বছরের ২২ জুন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব নেওয়ার পরপরই বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর উদ্যোগ নেন।গত বছরের ২৭ জানুয়ারি দেশের আট বিভাগের অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতির নেতৃত্বে আটটি মনিটরিং কমিটি করা হয়। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনায় বলা হয়, এসব কমিটি বিচারাধীন মামলার তথ্য সংগ্রহ করেছে।
সেখানে ২২ বছর ধরে ৫ হাজারের বেশি মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা ছাড়া বাকি সব মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। স্থগিত থাকা মামলার স্থগিতাদেশ প্রত্যাহারের পর তা নিষ্পত্তি করতে বলা হয়।
সূত্র বলেছে, ওই নির্দেশনার পর অক্টোবর পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে ১ হাজার ৫৬৩টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৩০, চট্টগ্রাম বিভাগে ২৬৭, ময়মনসিংহ বিভাগে ২০, রংপুর বিভাগে ৮১, সিলেট বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ২৮৭, খুলনা বিভাগে ৩৪৬ এবং বরিশাল বিভাগে ১০৫টি মামলা ছিল। আর নভেম্বর থেকে গত মে পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৮১২টি পুরোনো মামলা। এর মধ্যে নভেম্বরে ৭৯৪, ডিসেম্বরে ১১৮, চলতি বছরের জানুয়ারিতে ২৩৬, ফেব্রুয়ারিতে ১৭০, মার্চে ১৩৮, এপ্রিলে ৮৬ এবং মে মাসে ২৭০টি মামলা নিষ্পত্তি হয়। এমন পুরোনো আরও ২ হাজার ৪০৭টি মামলা বিচারাধীন রয়েছে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সুপ্রিম কোর্টের ওই নির্দেশনার কারণেই উল্লেখযোগ্যসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। মনিটরিং কমিটির তদারকি চলছে। আশা করা যায়, বাকি মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫