Ajker Patrika

ভেড়ামারায় ১৫০০ শিক্ষার্থীকে টিকাদান

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
ভেড়ামারায় ১৫০০ শিক্ষার্থীকে টিকাদান

উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া ভেড়ামারায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের (১২ থেকে ১৭ বছর) শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয় ও রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

সকালে টিকা কার্যক্রম পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন।

ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া বলে, ‘আব্বু ও আম্মুর টিকা নেওয়া হয়েছে অনেক আগে। তাঁরা আমাকে নিয়ে চিন্তা করত। আজ (সোমবার) টিকা নিয়েছি। এখন তাঁরা চিন্তামুক্ত।’

রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক আসাদ বলেন, বর্তমান সরকার করোনাভাইরাস থেকে পুরো জাতিকে সুরক্ষা দিতে চেষ্টা করছে। ১২ থেকে ১৭ বছরের সব শিশুকে টিকা দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একটি বিদ্যালয়ে টিকা দেওয়া হচ্ছে সে ক্ষেত্রে টিকা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হলে আরও ভালো হতো।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা এসেছে। সেই মোতাবেক আজ (সোমবার) উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। ২০ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে শিডিউল করে টিকা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত