Ajker Patrika

চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের লিখিত অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের লিখিত অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিবের বিরুদ্ধে সরকারি নানা কর্মসূচি ও প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর মধ্যে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি), অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি), ভিজিডির কার্ড দেওয়ার নামে অর্থ আদায়সহ ইউপি সদস্য এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

এসব ঘটনার প্রতিকার চেয়ে ওই ইউনিয়নের নয়জন ইউপি সদস্য গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব নির্বাচিত হওয়ার পর থেকে আর্থিকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ লোপাট ও টাকার বিনিময়ে সরকারি সহযোগিতার কার্ড বিক্রির অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদের বরাদ্দ করা টিআর, কাবিটার অধিকাংশ টাকা কাজ না করেই আত্মসাৎ করেছেন।

এ ছাড়া এলজিএসপির বরাদ্দ করা টাকা ইউপি সদস্যদের সঙ্গে পরামর্শ না করে নিজের ইচ্ছামতো নামমাত্র কাজ করে বেশির ভাগ আত্মসাৎ করেছেন। পাশাপাশি চলমান ইজিপিপি প্রকল্পের কাজ দেওয়ার নাম করে শ্রমিকদের কাছ থেকে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা অগ্রিম আদায় করেছেন।

এ ছাড়া তিনি পরিষদের অফিসকক্ষে বসে সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি দেন বলে ইউপি সদস্যরা অভিযোগে উল্লেখ করেন। এছাড়া চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে কাজ করতে আসা বিভিন্ন গ্রামের সেবাপ্রত্যাশীদের সঙ্গেও দুর্ব্যবহার করে থাকেন।

এ নিয়ে মাধাইনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য মো. মোক্তার হোসেন, মিলন চন্দ্র সরকার, মো. শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আল আমিন, মোছা. শাহিনা খাতুন, আব্দুল মান্নান, মো. আব্দুল কাশেম ও মোছা. চায়না খাতুন ওই সব বিষয়ের প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ‘ইউপি সদস্যদের ভাগ-বাঁটোয়ারা মেনে না নেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’

ইউএনও মো. মেজবাউল করিম জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের লিখিত সব অভিযোগ তদন্ত করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত