Ajker Patrika

বেড়েছে পারিবারিক সবজি বাগান

কয়রা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ২৩
বেড়েছে পারিবারিক সবজি বাগান

উপকূলীয় কয়রা উপজেলায় বেড়েছে পারিবারিক সবজি ও পুষ্টি বাগান। বিনা মূল্যে বীজ পেয়ে কৃষক বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় বাগান করে লাভবান হচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

এসব পরিবারে শাকসবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে মৌসুম ভৃত্তিক খরিপ-১, খরিপ-২, রবি খরিপ-১ এই তিনটি ধাপে ৪৭ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বছরব্যাপি সার ও সবজির বীজ দেওয়া হয়।

তাদের মাঝে পুঁইশাক, গিমা কলমি, লালশাক, বেগুন,মূলা, বরবটি, ঝিংগা, পালংশাক, লাউ, শিম, মিষ্টি কুমড়া, করলা, ধনিয়াসহ ফলদ বৃক্ষ মাল্টা, পেয়ারা, কদবেল ও চুইঝালের বীজ বা চারা সরাবরাহ করা হয়। প্রত্যেক কৃষককে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।

কৃষক রাজ কৃষ্ণ মন্ডল বলেন, কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ করে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাফজুর রহমান বলেন, দেড় শতক জমিতে কেউ কেউ সাতটা বেড ও মাচা তৈরি করে বিভিন্নজাতের বিষমুক্ত সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ বেড়েছে। তারা পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত