Ajker Patrika

শেষ হচ্ছে ‘শ্রীময়ী’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৭
শেষ হচ্ছে ‘শ্রীময়ী’

১০ জুন, ২০১৯। স্টার জলসায় শুরু হয়েছিল ‘শ্রীময়ী’। একটু একটু করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় সিরিয়ালটি। টিআরপিতে ভালো অবস্থানে থাকলেও সিরিয়ালটির ইতি টানতে চাইছে কর্তৃপক্ষ।

শিগগিরই শেষ হতে চলেছে ‘শ্রীময়ী’, এমন আভাস মিলেছিল আগেই। এবার চূড়ান্ত হলো সিদ্ধান্ত। ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্টার জলসায় শুরু হচ্ছে ‘গাঁটছড়া’। তাই হিসাব বলছে, ১৯ ডিসেম্বরই শেষ পর্ব প্রচার হবে ‘শ্রীময়ী’র।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে ‘শ্রীময়ী’। সিরিয়ালের হিন্দি রিমেক ‘অনুপমা’ এখন টিআরপি তালিকায় শীর্ষে আছে। ভারতের মোট পাঁচটি ভাষায় ‘শ্রীময়ী’র রিমেক প্রচারিত হচ্ছে। এই সিরিয়ালের মূল চরিত্র শ্রীময়ীর ভূমিকায় ইন্দ্রানী হালদার যতটা সাড়া ফেলেছেন, ততখানিই সুপারহিট সিরিয়ালের খলনায়িকাও। খলচরিত্র ‘জুন আন্টি’র ভূমিকায় ঊষসী চক্রবর্তীও জনপ্রিয়তা পেয়েছেন দারুণ!

চল্লিশোর্ধ্ব একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প বলে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘শ্রীময়ী’। কেমনভাবে স্বামীর কাছে অবহেলিত হয়ে, শ্বশুরবাড়িতে প্রতিদিন অপমানের মুখে পড়ে শ্রীময়ী নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেখায়, তা এই সিরিয়ালের বড় অংশজুড়ে থেকেছে।

নতুনকে জায়গা করে দিতে পুরোনোকে জায়গা ছাড়তেই হয়। তাই একরাশ মন খারাপ আর অনেকখানি ভালো লাগা নিয়ে বিদায়ের ঘণ্টা বাজছে ‘শ্রীময়ী’র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত