Ajker Patrika

সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্রসহ নারী গ্রেপ্তার

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৬
সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্রসহ নারী গ্রেপ্তার

সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ছয়জনের কাছ থেকে ৫৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তার মোছা. রেহানা বেগম (৪৫) উপজেলার শিহরাইল গ্রামের শামীম মিয়ার স্ত্রী।

গত বুধবার রাত একটার দিকে উপজেলার শিহরাইল এলাকা থেকে মোছা. রেহানা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ভুয়া নিয়োগপত্র, একটি মোবাইল সেট ও সিম কার্ড উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার র‍্যাব ১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুক্তভোগী ছয় তরুণের কাছ থেকে ৯ লাখ করে মোট ৫৪ লাখ টাকা হাতিয়ে নেন রেহানা বেগম। ভুক্তভোগীরা উচ্চ সুদে ঋণ এবং সম্পত্তি বিক্রি করে প্রতারক চক্রের সদস্য রেহানা বেগমের হাতে টাকা তুলে দেন। রেহানা বেগমকে পরে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, প্রতারণা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হলে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত