Ajker Patrika

শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫: ৫০
Thumbnail image

গোয়াইনঘাট উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহান উদ্দিন।

এরপর দুপুরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন সাংবাদিকদের জানান, প্রতিদিন ৩ হাজার করে ১৯ হাজার ২০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা রয়েছে।

এ কর্মকর্তা বলেন, স্কুলশিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার জন্য রয়েছে ৫টি বুথ। প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করা হয়েছে।

এদিকে পরবর্তী টিকা কার্যক্রমের জন্য গোয়াইনঘাট উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে টিকাদানের তারিখ, সময় ও টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত