Ajker Patrika

করোনার উৎস জানাতে পারলে মিলবে ১৪ লাখ টাকা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৫২
করোনার উৎস জানাতে পারলে মিলবে ১৪ লাখ টাকা

করোনাভাইরাসের উৎস জানতে নগদ অর্থ-পুরস্কার ঘোষণা করেছে চীনের একটি শহর। সেখানে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

গতকাল মঙ্গলবারও চীনে ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির প্রায় ২০টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী হেইহে শহর কর্তৃপক্ষ করোনার উৎস জানার জন্য এক লাখ ইউয়ান বা সাড়ে ১৫ হাজার ডলার নগদ অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকা।

স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, যত দ্রুত সম্ভব এ ভাইরাসের প্রাদুর্ভাবের উৎস উদ্‌ঘাটন করতে এবং সংক্রমণের শৃঙ্খল খুঁজে বের করতে হবে। চীনে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় লাখ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে অভ্যন্তরীণ ভ্রমণেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত