Ajker Patrika

বগুড়ায় ১১৩ নমুনা পরীক্ষায় শনাক্ত ৫

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
বগুড়ায় ১১৩ নমুনা পরীক্ষায়  শনাক্ত  ৫

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৪ জনেই অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা ৬৮৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির হিসাব নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১১ জন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত