Ajker Patrika

মহুয়া-মলুয়া নিয়ে আমরা গর্বিত: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৭
মহুয়া-মলুয়া নিয়ে আমরা গর্বিত: মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘ঐতিহ্যবাহী মহুয়া-মলুয়া নিয়ে আমরা গর্বিত। সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়ার চারণভূমি ময়মনসিংহ।’ গত রবিবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে অমরাবতী নাট্যসমাজের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ময়মনসিংহের বহু গুণী মানুষ এবং প্রতিষ্ঠানের ত্যাগের ফসল আমাদের এই প্রাপ্তি। অমরাবতী নাট্যমন্দির তেমনই একটি প্রতিষ্ঠান, যা বহুদিন ধরে ময়মনসিংহে সুস্থ সাংস্কৃতিক চর্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।’

ইকরামুল হক টিটু আরও বলেন, যেসব সাংস্কৃতিক সংগঠন কাজ করছে বা কাজ শুরু করেছে তাদের বিকাশে কাজ করতে হবে। তাদের চর্চার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে অমরাবতী নাট্য মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা অমরাবতী নাট্যসমাজের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, নারী ও শিশুবিষয়ক ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত দাস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য মোছা. আনোয়ারা খাতুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত