Ajker Patrika

নানা আয়োজনে শেষ হলো ওয়ানগালা উৎসব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ১৯
নানা আয়োজনে শেষ হলো ওয়ানগালা উৎসব

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা (নবান্ন) শেষ হয়েছে। গত শনিবার শুরু হয়ে গতকাল রোববার সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে।

সমাপনী দিনে গতকাল বিকেলে একাডেমির মিলনায়তনে পরিচালক ও গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষাবিদ রেভা. মণীন্দ্রনাথ মারাক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, কালচারাল একাডেমির সাবেক পরিচালক স্বপন হাজং, অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার কবি সাজ্জাদ খান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গারো সম্প্রদায় প্রতিবছর ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে ‘ওয়ানগালা’ উদ্‌যাপন করে আসছে। এটি মূলত তাঁদের কৃষিভিত্তিক সামাজিক উৎসব। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও তাঁদের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত