Ajker Patrika

মিঠিপুরে নৌকা চান ডজনখানেক প্রার্থী

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৫২
মিঠিপুরে নৌকা চান ডজনখানেক প্রার্থী

পীরগঞ্জের মিঠিপুর ও বড় আলমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য পদ প্রত্যাশীরা। মিঠিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী রয়েছেন এক ডজন প্রার্থী।

জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে নির্বাচন হয়। ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি মিঠিপুর ও বড় আলমপুর ইউনিয়নে নির্বাচন হবে। মিঠিপুর ইউনিয়নে নৌকা প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান এসএম ফারুক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা গার্মেন্টস ব্যবসায়ী রবিউল ইসলাম বেলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজহারুল আলম মোর্শেদ, সম্পাদক সাদেকুল ইসলাম সাদা, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান মঞ্জু, আবুল কালাম আজাদ, জয়নাল আবেদীন, মুরালী চন্দ্র বর্মণ ও রফিকুল ইসলাম। তাঁরা ছাড়াও আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সাদেকুল ইসলাম সাদা বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক প্রত্যাশী।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে পীরগঞ্জের বড় আলমপুর ও মিঠিপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আমরা দাপ্তরিক কাজকর্ম এগিয়ে নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত