বাসাইল প্রতিনিধি
বাসাইলের ছয় ইউপিতে তফসিল ঘোষণার আগেই বইছে নির্বাচনী হাওয়া। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁরা নৌকার টিকিট পাওয়ার আশায় শুরু করছেন দৌড়ঝাঁপ। নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন নানাভাবে। কেউ কেউ ভোটারটের সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার ছয়টি ইউনিয়নেই রয়েছেন আওয়ামী লীগের একাধিক প্রত্যাশী। ফলে মনোনয়ন প্রশ্নে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এ অবস্থায় চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে আওয়ামী লীগ ও নির্বাচনী মনোনয়ন বোর্ডকে। দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি উপেক্ষা করেও কেউ কেউ মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস দিচ্ছেন। পুরোনোদের পাশাপাশি রয়েছে বেশ কিছু নতুন মুখও। অপেক্ষাকৃত তরুণ নেতারাও রয়েছেন মনোনয়ন দৌড়ে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। ফলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হতেই পারে। প্রত্যাশীদের আমলনামা, মাঠপর্যায়ে জনপ্রিয়তা, দলীয় সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যোগ্য প্রার্থীকে নৌকার টিকিট দিয়ে নির্বাচনী মাঠে পাঠাবে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন না পাওয়া প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে। এ ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে নৌকার বিরোধিতা করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলাজুড়ে দলীয় মনোনয়ন পেতে যাঁরা চেষ্টা-তদবির চালাচ্ছেন, তাঁরা হলেন ফুলকি ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এস এস শাহাদত হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল করিম তালুকদার ও সাবেক চেয়ারম্যান কামরুল আলম।
বিজু ইউপিতে আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ প্রায় ১৪ জন নৌকার টিকিট পেতে মাঠ চষে বেড়াচ্ছেন।
কাশিল ইউপিতে বর্তমান চেয়ারম্যান মির্জা রাজিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির খান, প্রবীণ আ.লীগ নেতা ইয়াছিন আলী খান, হোসাইন খান সবুজসহ পাঁচজন। কাউলজানী ইউপিতে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, আ.লীগ নেতা এনামুল হক লাবু, আশরাফুজ্জামান হিটু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবু হানিফ মিয়া, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি ও উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম মিয়াসহ ১১ জন নৌকা পেতে তদবির চালাচ্ছেন।
হাবলা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ.লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালসহ সাতজন। কাঞ্চনপুর ইউপিতে আ.লীগের মনোনয়ন চান বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান শাহীন, আ.লীগ নেতা শাহীন মিয়া, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি। এ ইউপিতে মোট নয়জন মনোনয়ন প্রত্যাশা করছেন।
এদিকে বাসাইলকে পৌরসভায় রূপান্তর করায় দেড় যুগ পর নবগঠিত সদর ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে। এই ইউপিতে নৌকার টিকিট পেতে জোর তদবির চালাচ্ছেন নতুন মুখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেলসহ তিনজন আওয়ামী নেতা। এই ইউপিতে বিএনপি ও কৃষক-শ্রমিক-জনতা লীগের আরও তিনজন প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন।
বাসাইলের ছয় ইউপিতে তফসিল ঘোষণার আগেই বইছে নির্বাচনী হাওয়া। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁরা নৌকার টিকিট পাওয়ার আশায় শুরু করছেন দৌড়ঝাঁপ। নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন নানাভাবে। কেউ কেউ ভোটারটের সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার ছয়টি ইউনিয়নেই রয়েছেন আওয়ামী লীগের একাধিক প্রত্যাশী। ফলে মনোনয়ন প্রশ্নে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এ অবস্থায় চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে আওয়ামী লীগ ও নির্বাচনী মনোনয়ন বোর্ডকে। দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি উপেক্ষা করেও কেউ কেউ মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস দিচ্ছেন। পুরোনোদের পাশাপাশি রয়েছে বেশ কিছু নতুন মুখও। অপেক্ষাকৃত তরুণ নেতারাও রয়েছেন মনোনয়ন দৌড়ে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। ফলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হতেই পারে। প্রত্যাশীদের আমলনামা, মাঠপর্যায়ে জনপ্রিয়তা, দলীয় সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যোগ্য প্রার্থীকে নৌকার টিকিট দিয়ে নির্বাচনী মাঠে পাঠাবে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন না পাওয়া প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে। এ ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে নৌকার বিরোধিতা করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলাজুড়ে দলীয় মনোনয়ন পেতে যাঁরা চেষ্টা-তদবির চালাচ্ছেন, তাঁরা হলেন ফুলকি ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এস এস শাহাদত হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল করিম তালুকদার ও সাবেক চেয়ারম্যান কামরুল আলম।
বিজু ইউপিতে আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ প্রায় ১৪ জন নৌকার টিকিট পেতে মাঠ চষে বেড়াচ্ছেন।
কাশিল ইউপিতে বর্তমান চেয়ারম্যান মির্জা রাজিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির খান, প্রবীণ আ.লীগ নেতা ইয়াছিন আলী খান, হোসাইন খান সবুজসহ পাঁচজন। কাউলজানী ইউপিতে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, আ.লীগ নেতা এনামুল হক লাবু, আশরাফুজ্জামান হিটু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবু হানিফ মিয়া, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি ও উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ আবুল কাশেম মিয়াসহ ১১ জন নৌকা পেতে তদবির চালাচ্ছেন।
হাবলা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ.লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালসহ সাতজন। কাঞ্চনপুর ইউপিতে আ.লীগের মনোনয়ন চান বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান শাহীন, আ.লীগ নেতা শাহীন মিয়া, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি। এ ইউপিতে মোট নয়জন মনোনয়ন প্রত্যাশা করছেন।
এদিকে বাসাইলকে পৌরসভায় রূপান্তর করায় দেড় যুগ পর নবগঠিত সদর ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে। এই ইউপিতে নৌকার টিকিট পেতে জোর তদবির চালাচ্ছেন নতুন মুখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেলসহ তিনজন আওয়ামী নেতা। এই ইউপিতে বিএনপি ও কৃষক-শ্রমিক-জনতা লীগের আরও তিনজন প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪