Ajker Patrika

স্বতন্ত্র ও আ.লীগ প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

বরুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৪১
Thumbnail image

বরুড়া উপজেলায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। গত রোববার রাতে আড্ডা ও পয়ালগাছা ইউনিয়ন পরিষদে (ইউপি) স্বতন্ত্র প্রার্থীর অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আড্ডা ইউপি: প্রত্যক্ষদর্শীরা ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল মিয়া জানান, বোয়ালিয়া গ্রামে তিনি তাঁর এজেন্টদের নিয়ে সভা করছিলেন। হঠাৎ নৌকার সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। হামলায় সুজন, আবুল বাসার ও রুবেল আহত হন। এ সময় নৌকার সমর্থক মামুনুল হক নামের এক যুবকও আহত হন।

এদিকে ছোঁটতুলাগায়ে অফিস ভাঙচুরের পাল্টা অভিযোগ এনে নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন বাদল বলেন, ‘আমার সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেনি। বরং ওখানে আমার দুজন সমর্থককে আটকে রেখে মারধর করা হয়। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে কেউ একজন টিনের বেড়ার মধ্যে আছড়ে পড়েন। এ জন্য বেড়ার কয়েকটি টিন বাঁকা হয়ে গেছে।’

পয়ালগাছা ইউপি: চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই গাজীর বাড়িতে গত রোববার রাতে হামলার ঘটনা ঘটেছে। এ জন্য তিনি আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করছেন। তিনি বলেন, এ পর্যন্ত তাঁর বাড়িতে চার বার হামলা করা হয়েছে। গত রোববার রাতে হামলা হলে তিনি পুলিশকে জানান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পয়ালগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাঈন উদ্দিন বলেন, ‘আমার কোনো সমর্থক তাঁর বাড়িতে হামলা করেননি। তা ছাড়া আমিও এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমার বাড়ি পয়ালগাছা গ্রামে। আর তাঁর বাড়ি সুদ্রা গ্রামে। তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন।’

বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, গত রোববার রাতের হামলার ঘটনায় আড্ডা ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ আসে। ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

আগামী ২৮ নভেম্বর বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত