হাসান মাসুদ
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানই ফেবারিট ছিল। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়, শুরুটাও বেশ ভালোই ছিল। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪০ রান করে। ১০ ওভার শেষেও আমাদের অবস্থান ভালো ছিল। ওই ১ উইকেটেই ৭০ রান করে বাংলাদেশ।
তাতে ১৪৫-১৫০ রানের মতো একটা সংগ্রহের সম্ভাবনা ছিল। কিন্তু ১১তম ওভারে শাদাব খান টানা ২ উইকেট তুলে নেওয়ার পর সেই সম্ভাবনায় ধাক্কা লাগে। বিশেষ করে সাকিব আল হাসানের এলবিডব্লিউ আউটটা। শাদাবের বল সাকিবের ব্যাট ছুঁয়ে প্যাডে লাগলেও পাকিস্তানের ক্রিকেটাররা আপিল করলে অন ফিল্ড আম্পায়ার সাড়া দেন। আউট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকিব রিভিউ নেয় এবং সাকিবের শারীরিক ভঙ্গিই বলছিল, সে আউট না।
টিভি রিপ্লেতে পরিষ্কার দেখেছি, বল আগে ব্যাট ছুঁয়ে তারপর প্যাডে লাগে। জিম্বাবুয়ের থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরি অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই কেন বহাল রাখলেন এটা খুবই বিস্ময়কর এবং আশ্চর্যজনক। এটা কোনোভাবেই মানা যায় না। একদম জোর করে আউট দেওয়া হয়েছে। টিভি আম্পায়ার বলেছেন, বল সাকিবের ব্যাটে লাগেনি, এটা মেনে নেওয়া যায় না। ধারাভাষ্যকক্ষে আতহার আলী খানও বলেছিলেন, ব্যাট মাটি থেকে ওপরে ছিল। আসলে খেলা শুধু মাঠেই হয় না, মাঠের বাইরেও হয়। মাঠের বাইরের খেলায় বাংলাদেশ সেমিতে যেতে পারে না, কারণ পাকিস্তানও প্রচুর দর্শকের ক্রিকেটীয় জাতি। এটা একদমই অসম্ভব একটা সিদ্ধান্ত।
সাকিবের আউটের পর বাংলাদেশ দলের মনোবল ভেঙে যায়। নতুন ব্যাটাররা পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১২৭ রানের বেশি করতে পারেনি। লক্ষ্যটা এমনিতে সহজ ছিল পাকিস্তানের জন্য। কিন্তু এটাই কঠিন হয়ে যেত পারত, যদি প্রথম ওভারে তাসকিনের তৃতীয় বলে উইকেটকিপার সোহান সহজ ক্যাচটা না ছাড়ত। পরের বলেই ছক্কা মারার মাধ্যমে মোহাম্মদ রিজওয়ান আত্মবিশ্বাস ফিরে পায়। আমি বলব, সোহানের ক্যাচ মিস এই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। আরেকটা টার্নিং পয়েন্ট সাকিবের ওই এলবিডব্লিউ। ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। এমনিতে পাকিস্তান কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দল ছিল।
রিজওয়ান বেঁচে যাওয়ার পর পাকিস্তান কিন্তু খুব ধীরে খেলে। দুই ওপেনার প্রচুর ডট বল খেলে, ৬০ বলের কাছাকাছি হবে। খুব ধীরে ব্যাটিং করে ম্যাচটা জিতে নেয়। এই জয় পাকিস্তানকে সেমিতে তুলে দিয়েছে। তবে তাতে বড় অবদান নেদারল্যান্ডসের। বিস্ময়করভাবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানই ফেবারিট ছিল। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়, শুরুটাও বেশ ভালোই ছিল। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪০ রান করে। ১০ ওভার শেষেও আমাদের অবস্থান ভালো ছিল। ওই ১ উইকেটেই ৭০ রান করে বাংলাদেশ।
তাতে ১৪৫-১৫০ রানের মতো একটা সংগ্রহের সম্ভাবনা ছিল। কিন্তু ১১তম ওভারে শাদাব খান টানা ২ উইকেট তুলে নেওয়ার পর সেই সম্ভাবনায় ধাক্কা লাগে। বিশেষ করে সাকিব আল হাসানের এলবিডব্লিউ আউটটা। শাদাবের বল সাকিবের ব্যাট ছুঁয়ে প্যাডে লাগলেও পাকিস্তানের ক্রিকেটাররা আপিল করলে অন ফিল্ড আম্পায়ার সাড়া দেন। আউট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকিব রিভিউ নেয় এবং সাকিবের শারীরিক ভঙ্গিই বলছিল, সে আউট না।
টিভি রিপ্লেতে পরিষ্কার দেখেছি, বল আগে ব্যাট ছুঁয়ে তারপর প্যাডে লাগে। জিম্বাবুয়ের থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরি অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই কেন বহাল রাখলেন এটা খুবই বিস্ময়কর এবং আশ্চর্যজনক। এটা কোনোভাবেই মানা যায় না। একদম জোর করে আউট দেওয়া হয়েছে। টিভি আম্পায়ার বলেছেন, বল সাকিবের ব্যাটে লাগেনি, এটা মেনে নেওয়া যায় না। ধারাভাষ্যকক্ষে আতহার আলী খানও বলেছিলেন, ব্যাট মাটি থেকে ওপরে ছিল। আসলে খেলা শুধু মাঠেই হয় না, মাঠের বাইরেও হয়। মাঠের বাইরের খেলায় বাংলাদেশ সেমিতে যেতে পারে না, কারণ পাকিস্তানও প্রচুর দর্শকের ক্রিকেটীয় জাতি। এটা একদমই অসম্ভব একটা সিদ্ধান্ত।
সাকিবের আউটের পর বাংলাদেশ দলের মনোবল ভেঙে যায়। নতুন ব্যাটাররা পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১২৭ রানের বেশি করতে পারেনি। লক্ষ্যটা এমনিতে সহজ ছিল পাকিস্তানের জন্য। কিন্তু এটাই কঠিন হয়ে যেত পারত, যদি প্রথম ওভারে তাসকিনের তৃতীয় বলে উইকেটকিপার সোহান সহজ ক্যাচটা না ছাড়ত। পরের বলেই ছক্কা মারার মাধ্যমে মোহাম্মদ রিজওয়ান আত্মবিশ্বাস ফিরে পায়। আমি বলব, সোহানের ক্যাচ মিস এই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। আরেকটা টার্নিং পয়েন্ট সাকিবের ওই এলবিডব্লিউ। ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। এমনিতে পাকিস্তান কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দল ছিল।
রিজওয়ান বেঁচে যাওয়ার পর পাকিস্তান কিন্তু খুব ধীরে খেলে। দুই ওপেনার প্রচুর ডট বল খেলে, ৬০ বলের কাছাকাছি হবে। খুব ধীরে ব্যাটিং করে ম্যাচটা জিতে নেয়। এই জয় পাকিস্তানকে সেমিতে তুলে দিয়েছে। তবে তাতে বড় অবদান নেদারল্যান্ডসের। বিস্ময়করভাবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫