Ajker Patrika

ছাগল ফসল খাওয়ায় দাদি-নাতিকে মারধর

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৩: ০২
Thumbnail image

কুষ্টিয়ার খোকসায় ছাগল খেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দাদি-নাতিকে মারধরের খবর পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বাথান বাড়ি কণ্ঠ গজরা চরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রতিবেশী রনির ছাগল বারেক মণ্ডলের ছেলে রিপন মণ্ডলের খেতের ফসল খায়। রনিকে ওই সময় রিপন বেধড়ক মারপিট করে। এ সময় নাতিতে রক্ষা করতে এগিয়ে এলে বৃদ্ধা মালেকা খাতুনকে কোপানো হয়। পরে প্রতিবেশীরা আহত মালেকা খাতুন ও রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে মালেকাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করানো হয়।

মালেকা খাতুনের ভাতিজা খলিল মণ্ডল জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত