তামিল ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায়ও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ৮০-র কাছাকাছি। তৃষার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লিও’। থালাপতি বিজয়ের সঙ্গে মিলে লিও দিয়ে বক্স অফিসে জোয়ার এনেছেন তাঁরা। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
লিওতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সাড়ে তিন শর বেশি সিনেমার অভিনেতা মনসুর আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মনসুর। সেখানে তৃষাকে নিয়ে এমন কিছু কথা বলেছেন অভিনেতা, যা নিয়ে ভারতজুড়ে তোলপাড় চলছে। মুখ খুলেছেন তৃষাও। আর কখনো মনসুরের সঙ্গে অভিনয় করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। তীব্র সমালোচনার মুখে পড়ে আত্মপক্ষ সমর্থন করে মনসুর বলেছেন, নিছক মজা করেই কথাগুলো বলেছিলেন তিনি।
কী বলেছিলেন মনসুর?
সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর জানান, একই সিনেমায় কাজ করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয়ের সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তিনি। এ কথা বলতে গিয়ে মনসুর বলেন, ‘আমি যখন জানতে পারি, তৃষার সঙ্গে একই সিনেমায় অভিনয় করছি, তখন ভেবেছিলাম তাঁর সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। আগের সিনেমাগুলোতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে গেছি। এতসংখ্যক সিনেমায় ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছি যে এটা আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু লিও সিনেমায় এমন দৃশ্য করা তো দূরের কথা, কাশ্মীরে শুটিংয়ের সময় তৃষার সঙ্গে আমার দেখাও হয়নি।’
তৃষার তীব্র প্রতিবাদ
মনসুরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। অনেকে অভিনেতার এমন অশালীন মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন। বেজায় চটেছেন তৃষাও। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘সম্প্রতি একটা ভিডিও আমার চোখে পড়েছে, যেখানে মনসুর আলী খান আমার সম্পর্কে কিছু জঘন্য কথা বলেছেন। তাঁর এমন যৌন ইঙ্গিতপূর্ণ, অসম্মানজনক, অশ্লীল, নারীবিদ্বেষী এবং নিম্ন রুচির মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি ভাগ্যবান যে তাঁর মতো এমন মানুষের সঙ্গে আমাকে কাজ করতে হয়নি। ভবিষ্যতেও তাঁর সঙ্গে আর কোনো দিন কাজ করব না।’
বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারতীয় জাতীয় মহিলা কমিশনও। মনসুরের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানিয়েছে সংগঠনটি। তীব্র সমালোচনার মুখে পড়ে মুখ খুলেছেন মনসুর আলী খান। বলেছেন, ‘আমার বক্তব্যকে কেটেছেঁটে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে।সামনে আমি নির্বাচনে অংশ নিচ্ছি, তাই এক পক্ষ আমাকে নিয়ে বিতর্ক তৈরি করতে চাচ্ছে। তারা কি ভেবেছে আমি ভয় পেয়ে যাব? আমি এ পর্যন্ত ৩৬০টি সিনেমায় অভিনয় করেছি। সবাই জানে, সহশিল্পীকে আমি কতটা সম্মান করি।’
তামিল ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায়ও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ৮০-র কাছাকাছি। তৃষার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লিও’। থালাপতি বিজয়ের সঙ্গে মিলে লিও দিয়ে বক্স অফিসে জোয়ার এনেছেন তাঁরা। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
লিওতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সাড়ে তিন শর বেশি সিনেমার অভিনেতা মনসুর আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মনসুর। সেখানে তৃষাকে নিয়ে এমন কিছু কথা বলেছেন অভিনেতা, যা নিয়ে ভারতজুড়ে তোলপাড় চলছে। মুখ খুলেছেন তৃষাও। আর কখনো মনসুরের সঙ্গে অভিনয় করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। তীব্র সমালোচনার মুখে পড়ে আত্মপক্ষ সমর্থন করে মনসুর বলেছেন, নিছক মজা করেই কথাগুলো বলেছিলেন তিনি।
কী বলেছিলেন মনসুর?
সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর জানান, একই সিনেমায় কাজ করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয়ের সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তিনি। এ কথা বলতে গিয়ে মনসুর বলেন, ‘আমি যখন জানতে পারি, তৃষার সঙ্গে একই সিনেমায় অভিনয় করছি, তখন ভেবেছিলাম তাঁর সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। আগের সিনেমাগুলোতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে গেছি। এতসংখ্যক সিনেমায় ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছি যে এটা আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু লিও সিনেমায় এমন দৃশ্য করা তো দূরের কথা, কাশ্মীরে শুটিংয়ের সময় তৃষার সঙ্গে আমার দেখাও হয়নি।’
তৃষার তীব্র প্রতিবাদ
মনসুরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। অনেকে অভিনেতার এমন অশালীন মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন। বেজায় চটেছেন তৃষাও। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘সম্প্রতি একটা ভিডিও আমার চোখে পড়েছে, যেখানে মনসুর আলী খান আমার সম্পর্কে কিছু জঘন্য কথা বলেছেন। তাঁর এমন যৌন ইঙ্গিতপূর্ণ, অসম্মানজনক, অশ্লীল, নারীবিদ্বেষী এবং নিম্ন রুচির মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি ভাগ্যবান যে তাঁর মতো এমন মানুষের সঙ্গে আমাকে কাজ করতে হয়নি। ভবিষ্যতেও তাঁর সঙ্গে আর কোনো দিন কাজ করব না।’
বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারতীয় জাতীয় মহিলা কমিশনও। মনসুরের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানিয়েছে সংগঠনটি। তীব্র সমালোচনার মুখে পড়ে মুখ খুলেছেন মনসুর আলী খান। বলেছেন, ‘আমার বক্তব্যকে কেটেছেঁটে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে।সামনে আমি নির্বাচনে অংশ নিচ্ছি, তাই এক পক্ষ আমাকে নিয়ে বিতর্ক তৈরি করতে চাচ্ছে। তারা কি ভেবেছে আমি ভয় পেয়ে যাব? আমি এ পর্যন্ত ৩৬০টি সিনেমায় অভিনয় করেছি। সবাই জানে, সহশিল্পীকে আমি কতটা সম্মান করি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪