Ajker Patrika

বালিয়াডাঙ্গীর মেহজাবিন কুইজে বিভাগে প্রথম

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ১৬
বালিয়াডাঙ্গীর মেহজাবিন  কুইজে বিভাগে প্রথম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন আলম।

সে বালিয়াডাঙ্গী ফুলতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের স্কুলশিক্ষক মনজেরুল ইসলামের মেয়ে। গত সোমবার প্রাথমিক শিক্ষার বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মুজাহিদুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি জানা গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ আজকের পত্রিকাকে বলেন, বিভাগীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থী মেহজাবিন মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজে প্রথম স্থান অর্জন করেছে। এটা বড় পাওয়া আমাদের জন্য। ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে মেহজাবিন।

মেহজাবিনের বাবা স্কুলশিক্ষক মনজেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় আমার মেয়ে ১৫ টির মধ্যে ১৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। মেয়ের এ অর্জনে পরিবারের সবাই আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত